বোনের জন্মদিনের অভিশাপেই কি নেইমারের চোট?
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সঙ্গে চোটের সম্পর্ক যেন আরও দৃঢ় হলো। যদিও প্রায়ই চোটে পড়ছেন এই ফুটবল তারকা, ছিটকে যাচ্ছেন একাধিক ম্যাচ থেকে। আর এবার চোটে আক্রান্ত হয়ে তোপের মুখে তিনি। চোটে পড়ার পর নেইমারকে নিয়ে বিদ্রুপ করছে পিএসজি সমর্থকরাও।
গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুসারে, বোনের জন্মদিন আসলেই নেইমারের কিছু একটা ঘটবেই। হয় গুরুত্বপূর্ণ কোনো খেলা থাকবে, নয়তো চোটে পড়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকবেন তিনি। শুধুমাত্র ২০২২ সালে বোনের জন্মদিনে পিএসজির হয়ে বোর্দক্সের বিপক্ষে খেলেছিলেন নেইমার। যে ধারার শুরুটা ২০১৫ থেকে।
এবারও বোনের জন্মদিনের ঠিক আগেই চোটে পড়লেন নেইমার। আর বার বার বোনের জন্মদিনের আগে নেইমারের এমন চোটকে অভিশাপ হিসেবে দেখছেন অনেক ভক্ত-সমর্থকরা। ভক্তদের অনেকের দাবি, আগামী ১১ মার্চ নেইমারের বোন রাফায়েলা সান্তোসের জন্মদিন।
আর টুইটার ব্যবহারকারীদের অনেকেই বোনের জন্মদিনের আগে নেইমারের চোটে পড়াকে পুরোনো পদ্ধতি হিসেবেও দেখছে। নেইমারকে নিয়ে ভক্তদের এমন পোস্ট ছেয়ে গেছে টুইটারে। নেইমারের ইনজুরিকেও অনেকে এখন আর বিশ্বাস করতে পারছেন না।
সমালোচকরা যা-ই বলুক, এবার সত্যিই বড় চোটে পড়েছেন নেইমার। রোববার লিলের বিপক্ষে ম্যাচে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার। এই ম্যাচের ৫১তম মিনিটে গোড়ালির চোটে পড়েন তিনি। ডান পায়ের গোড়ালি মচকে যায় তার। ঠিক যেভাবে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে গোড়ালি মচকে গিয়েছিল, সেভাবেই লিলের বিপক্ষে গোড়ালি মচকে যায় এই ফুটবল তারকার।
নেইমারের চোটে পিএসজি সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। কারণ, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে বায়ার্নের বিপক্ষে নেইমারের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আগামী ৮ মার্চ নিজেদের মাঠে দ্বিতীয় লেগে বায়ার্নের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।