বোলিংয়ের পর ব্যাট হাতেও উজ্জ্বল সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে দারুণ করেছেন সাকিব আল হাসান। এক ইনিংসে একাই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। বোলিংয়ের পর বাংলাদেশকে বাঁচাতে ব্যাট হাতেও হাল ধরেন বিশ্বসেরা অলরাউন্ডার। লিটন দাসকে নিয়ে ম্যাচ বাঁচানোর জন্য প্রথম সেশনে লড়েন তিনি। দারুণ বাউন্ডারিতে ব্যাট হাতে তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি।
আজ শুক্রবার টেস্টের শেষ দিনের প্রথম সেশনেই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব। প্রথম সেশনের শেষ বলে ডি সিলভার বলে বাউন্ডারি হাঁকিয়ে হাফসেঞ্চুরি স্পর্শ করেন তিনি। হাফসেঞ্চুরি করতে সাকিব খেলেছেন ৬১টি বল, তাতে বাউন্ডারি হাঁকিয়েছেন সাতটি। টেস্ট ক্যারিয়ারে এটি সাকিবের ২৭তম হাফসেঞ্চুরি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শেষ দিনে লিটনের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে টানেন সাকিব। দুই ব্যাটারের জুটিতে এরই মধ্যে ইনিংস ব্যবধানে হারে শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে সাকিব ও লিটন দুজনেই আউট হয়ে সাজঘরে ফেরেন। ৫২ রানে ফেরেন লিটন আর সাকিব আউট হন ৫৮ রানে।
এর আগে গতকাল এক ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার উচ্ছ্বাসে ভাসলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ঘরের মাঠে সাকিবের পাঁচ উইকেট পাওয়ার ঘটনা আরো পুরোনো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০১৭ সালের আগস্টে শেষ ৫ উইকেটের পেয়েছিলেন সাকিব। সেটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই ম্যাচের দুই ইনিংসেই অসিদের বিপক্ষে পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন সাকিব।
এতদিন পর পাঁচ উইকেট পাওয়া সাকিব একে একে ফিরিয়েছেন দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোসান ডিকভেলা ও প্রভিন জয়াবিক্রমাকে।