ব্যাট-বলের দাপটে ফাইনাল সেরা নারাইন
সুনিল নারাইয়েন হাত ধরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনালে ওঠে কুমিল্লা ভিক্টোরিয়ানস। শিরোপা নির্ধারণী ম্যাচেও কুমিল্লার ত্রাতা হলেন নারাইন। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি বোলিংয়ে দেখালেন চমক। দুই বিভাগের দাপটে বিপিএলের ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের এই ক্যারিবীয় ক্রিকেটার।
আজ শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনাল ম্যাচে ব্যাট হাতে ৫৭ রান করেছেন নারাইন। এরপর বল হাতেও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। নিজের কোটার ৪ ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। দুই বিভাগে ভূমিকা রেখে কুমিল্লাকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান তাঁর। তাইতো এবারের ফাইনালে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন এই অলরাউন্ডার।
বরিশালের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের এই ক্যারিবিয়ান ক্রিকেটার। মোট ২৩ বলে উপহার দেন ৫৭ রানের ইনিংস। আগের ম্যাচে তিনি হাফসেঞ্চুরি ছুঁয়েছিলেন মাত্র ১৩ বলে। যেটা বিপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম হাফসেঞ্চুরি।
শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওভার থেকেই ঝড় তোলেন নারাইন। দুই ছক্কা ও এক চারে বরিশালের আফগান বোলার মুজিব উর রহমানের প্রথম ওভার থেকে নেন ১৮ রান।
পরের ওভারে আক্রমণে আসেন শফিকুল ইসলাম। এই বাঁহাতি পেসারকেও ছাড় দেননি নারাইন। ওই ওভার থেকে দুই ছক্কা ও এক চারে নেন ১৮ রান। এরপর টানা দুই বলে বাউন্ডারির পর আরেক ডেলিভারিতে তিন রান নিয়ে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নেন নারাইন। মোট ৫টি করে চার ও ছক্কায় তাঁর ইনিংস থামে ২৩ বলে ৫৭ রানে।