বড় অঙ্কে সম্প্রচার স্বত্ব বিক্রি করল বিসিবি
করোনার ধাক্কায় বিপর্যন্ত সারা পৃথিবী। খেলাধুলায় এর প্রভাব পড়েছে বেশ। আর্থিক সমস্যায় পড়েছে অনেক সংস্থা। ঠিক এই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রচার স্বত্ব বিক্রি করে বড় অঙ্ক আয় করতে যাচ্ছে।
নয়টি হোম সিরিজে সাতটি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৬১ কোটি ৫০ লাখ টাকা সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে। যাতে দরপত্রে অংশগ্রহণ করেছে একমাত্র প্রতিষ্ঠান ‘ব্যান টেক’। শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ঘরের মাঠের সবগুলো ক্রিকেট ম্যাচের সম্প্রচার স্বত্ব পেয়েছে তারা।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের কাছে একটাই প্রস্তাব পড়েছিল, তা হচ্ছে ব্যান টেক লিমিটেড। আমাদের অডিট কমিটি সবকিছু পরীক্ষা-নীরিক্ষা করে বোর্ডের কাছে সুপারিশ করেছে। এরপর ব্যান টেককে আমরা অনুমোদন দিয়েছি। আমরা খুশি যে ভিত্তিমূল্যে পেয়েছি, যা বাংলাদেশি মুদ্রায় ছিল ১৬১ কোটি ৫০ লাখ টাকা।’
এর আগে বিসিবির সম্প্রচার স্বত্ব পেয়েছিল গাজী টিভি। ২০১৪ সালে তারা ছয় বছরের জন্য স্বত্ব কিনেছিল ২ কোটি ২৫ হাজার ডলারে। সেই চুক্তির মেয়াদ শেষ গত বছরের এপ্রিলে। করোনা পরবর্তী সময়ে সিরিজ ধরে এগোনোর পরিকল্পনা ছিল বিসিবির।
তাই দেশের মাটিতে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিবি। সেই নিলামে অংশ নিয়েছিল গাজী টেলিভিশন, টি স্পোর্টস ও ব্যান টেক। সেই নিলামে তিনটি ওয়ানডে ও দুটি টেস্টের জন্য ১৭ কোটি ৯৭ লাখ টাকা খরচ করে টিভি স্বত্ব কিনেছিল ব্যান টেক।