বড় সংগ্রহ গড়তে পারল না পাকিস্তান
টসে হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে শুরুতে এক উইকেট হারিয়ে বসলেও দ্বিতীয় উইকেট জুটির দৃঢ়তায় ভালোই খেলছিল বাবর আজমের দল। বড় সংগ্রহের আশা জাগিয়ে তোলে তারা। অবশ্য শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে পারল না তারা। ১২১ রানে ইনিংস গুটিয়ে নেয় আসরের অন্যতম ফেভারিট দলটি।
ফাইনালের ড্রেস রিহার্সেলের এই ম্যাচে পাক অধিনায়ক বাবর আজম ভালোই খেলেন। ২৯ বলে ৩০ রান করে সাজঘরে ফিরলে পাকিস্তানের ব্যাটিংয়ে বাজে অবস্থা হয়। ব্যাটাররা দ্রুত ফিরতে শুরু করলে এক পর্যায়ে মনে হয় শতক পার হতে পারবে না তারা। শেষ পর্যন্ত সম্মানজনক সংগ্রহ গড়ে তারা। শেষ দিকে মোহাম্মদ নেওয়াজ ১৮ বলে ২৬ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন।
এদিন সাফল্য পাননি মোহাম্মদ রিজওয়ান। তিনি মাত্র ১৪ রান করে সাজঘরে ফেরেন। এই এশিয়া কাপে হঠাৎ করেই ছন্দপতন হয়েছিল বাবরের। এর আগে তিন ম্যাচে মাত্র ৩৩ রান করেছেন তিনি। এদিন কিছুটা সাফল্য পান।
শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসরাঙ্গা বল হাতে দারুণ সাফল্য পান। চার ওভারে ২১ রান দিয়ে তিন উইকেট নেন। আর মহেশ থেকশান পান দুই উইকেট।
এদিকে তিন বছরের বেশি সময় পর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান পরপর দুই ম্যাচে।
শ্রীলঙ্কাও দারুণ ছন্দে রয়েছে। আফগানিস্তানের কাছে ১০৫ রানে অলআউটের পর বাংলাদেশ, সুপারফোরে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে রান তাড়া করে দুর্দান্ত ম্যাচ জিতেছে।
পাকিস্তানের সঙ্গে ১৩ বারের বিপরীতে আটবার জিতেছে শ্রীলঙ্কা। তবে সবশেষ ২০১৯ পাকিস্তানের মাটিতে খেলা তিন ম্যাচের সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছিল লঙ্কানরা।