মাঠে খেলছিলেন ডি মারিয়া, খবর পেলেন বাসায় ডাকাতি হচ্ছে
গতকাল রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে খেলছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ঠিক সেই সময় দুঃসংবাদটা পান তিনি। আর্জেন্টাইন তারকার বাড়িতে পরিবারের সদস্যদের আটক করে ডাকাতি করা হয়েছে। খবর শুনে উদ্বিগ্ন হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। ছুটে যান বাড়িতে।
গোল ডটকমের খবরে জানা গেছে, পিএসজি ডিরেক্টর লিওনার্দো খবর পেয়ে তা জানান দলের কোচ মরিসিও পচেত্তিনোকে। তিনিই ডি মারিয়াকে মাঠ থেকে তুলে ড্রেসিংরুমে নিয়ে চলে যান। সেখানেই ডি মারিয়াকে বিষয়টি খুলে বলেন।
তাঁর বাড়িতে ঢুকে পড়েছে এক দল ডাকাত। যারা বাড়ির লোকেদের ‘বন্দি’ করে ডাকাতি করছে। এমন খবর পেয়ে দেরি না করে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।
ডি মারিয়ার স্ত্রী ও সন্তানদের কিছু সময়ের জন্য আটক করে রেখেছিল ডাকাতরা। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে পিএসজির থেকে। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময়ও ডি মারিয়ার বাড়িতে ডাকাতি হয়েছিল।
সম্প্রতি পিএসজির আরেক ফুটবলার মার্কিনহোসের বাড়িতেও ডাকাতি হয়েছিল। সেই সময়ও তাঁর বাড়িতে আটকে রাখা হয়েছিল তাঁর পরিবারের সদস্যদের।