মাঠে নামছে পিএসজি, আজই অভিষেক হচ্ছে না মেসির
লিগ ওয়ানে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে প্যারিসের ক্লাব পিএসজি। আজ শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারকাবহুল দলটি। প্রতিপক্ষ স্টার্সবার্গ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
২১ বছরের সম্পর্ক ছেড়ে প্যারিসে পাড়ি দিয়েছেন মেসি। ক্যারিয়ারের ১৭ মৌসুম বার্সেলোনায় ফেলে এসে এই প্রথম অন্য কোন ক্লাবের হয়ে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টাইন তারকা।
বার্সায় ৭৭৮টি ম্যাচ, ৬৭২টি গোল, ৩০৫টি অ্যাসিস্ট ও ৩৫ ট্রফি— এ সবই এখন মেসির পুরোনো অধ্যায়। নতুন ক্লাবে এবার নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় মেসি।
অবশ্য ফ্রান্সে মেসির স্বপ্নযাত্রায় পাশে পাচ্ছেন পুরানো সতীর্থ বন্ধু নেইমারকে। আছেন স্পেনের চরম প্রতিদ্বন্দ্বী সার্জিও রামোস। সঙ্গে এমবাপ্পে-ডি মারিয়াদের মতো তারকারা। সব তারকারদের একসঙ্গে মাঠে দেখতে মুখিয়ে আছেন ফুটবল ভক্তরা। তবে, লিগের শিরোপা পুনরুদ্ধারের মিশনে পিএসজির দ্বিতীয় ম্যাচেই নেইমার-এমবাপ্পে-মেসি ত্রয়ীকে মনে হচ্ছে না দেখা যাবে। কারণ, মেসিকে আরও সময় দিতে চান পিএসজি কোচ। তাই তিন তারকাকে একসঙ্গে দেখতে আরেকটু অপেক্ষাই করতে হচ্ছে।
পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো বলেছেন, ‘কোপা আমেরিকার ফাইনালের পর মেসি মাত্র দুদিন অনুশীলন করেছে এখানে। আমি তাড়াহুড়ো করতে চাই না। ধাপে ধাপে এগোতে চাই। সে যখন ভালো অবস্থানে থাকবে, তখন তার অভিষেক হবে।’