মালদ্বীপ নারী দলের কোচ হলেন বাংলাদেশের ফাতেমা
মালদ্বীপের জাতীয় নারী ক্রিকেট দলে কোচ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরা। আজ রোববার মালদ্বীপ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই খবরটি নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফাতেমাকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বার্তা দিয়ে মালদ্বীপ ক্রিকেট বোর্ড লিখেছে, ‘আমাদের নারী ক্রিকেট দলের নতুন কোচ মিসেস ফাতেমা তুজ জোহরাকে স্বাগতম।’
২০১১ সাল থেকে নারীদের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন ফাতেমা। এ ছাড়া কোচিং পেশায় ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসির লেভেল-২ সম্পূর্ণ করেছেন তিনি। কোচিংয়ের পাশাপাশি আম্পায়ারিংয়েও করেছেন তিনি। ২০১৫ সালে নারীদের প্রথম বিভাগ ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেছিলেন সাবেক এই ক্রিকেটার।