মালানের সামনে টেস্ট ক্রিকেটে পাখা মেলার আরেকটি সুযোগ
দেশের হয়ে সর্বশেষ ২০১৮ সালে সাদা পোশাকে খেলেছিলেন ইংলিশ তারকা ড্যাভিড মালান। মাঝে কেটে গেছে তিনটি বছর। এই সময়ে লাল বলে আর খেলা হয়নি তাঁর। লম্বা সময় পর টেস্ট ক্রিকেটে পাখা মেলার আরেকটি সুযোগ এসেছে মালানের সামনে। ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টে ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন মালান।
সিরিজের তৃতীয় টেস্টের জন্য গতকাল বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। দলে জায়গা হারিয়েছেন দুই টপ অর্ডার ব্যাটসম্যান জ্যাক ক্রলি ও ডম সিবলি। ফলে মূল একাদশে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে মালানের।
সবশেষ ভারতের বিপক্ষেই শেষ টেস্ট খেলেছেন মালান। এবার একই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে ফেরার সুযোগ হলো তাঁর।
অবশ্য সাদা পোশাকে না খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দারুণ সময় পার করছেন মালান। এই সংস্করণে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন তিনি।
দ্বিতীয় টেস্টে ভারতের কাছে ১৫১ রানে হেরেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। তাই, সিরিজে টিকে থাকতে তৃতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই ইংল্যান্ডের। সেই লক্ষ্যে আগামী বুধবার তৃতীয় টেস্ট শুরু করবে ইংলিশরা।
ইংল্যান্ড টেস্ট দল : জো রুট (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, দাভিদ মালান, ক্রেইগ ওভারটন, অলি পোপ, অলিভার রবিনসন, মার্ক উড।