মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
বড় জয়ে কমনওয়েলথ গেমসের বাছাই শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়া নারী ক্রিকেট দলকে উড়িয়ে দিল নিগার সুলতানার দল।
আজ মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দারুণ বোলিংয়ে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রুমানা আহমেদ।
কুয়ালালামপুরের কিন্নারা অ্যাকাডেমি ওভালে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়ে অল্পতেই থামিয়ে দেয় সফরকারীরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৪৯ রানেই থামিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। ২০ ওভারে ৯ উইকেটে ৪৯ রান করে মালয়েশিয়া।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ। তবে ৪ ওভারে দুই উইকেট নেন রুমানা। একটি করে উইকেট পান সালমা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি।
এই রান তাড়া করতে নেমে ৭২ বল হাতে রেখে ৮ উইকেটে প্রথম টি-টোয়েন্টি জিতে নেয় বাংলাদেশ। অবশ্য উদ্বোধনী জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার পথে ছিল বাংলাদে।, কিন্তু দলীয় ৪৪ রানে দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন শামীমা সুলতানা। মুর্শিদা খাতুন করেন ১৪ রান করে।
সংক্ষিপ্ত স্কোর
মালয়েশিয়া নারী দল : ২০ ওভারে ৪৯/৯
বাংলাদেশ নারী দল : ৮ ওভারে ৫৩/২
ফল : আট উইকেটে জয়ী বাংলাদেশ।