মাশরাফীদের প্রথম হার, ছন্দে ফিরল কুমিল্লা
অবশেষে ছেদ পড়ল সিলেট স্ট্রাইকার্সের জয়ের ধারাবাহিকতায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে চলতি আসরে প্রথম হারের মুখ দেখল উড়তে থাকা মাশরাফী বিন মোর্ত্তজার দল।
সিলেটের প্রথম হারের রাতে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৩ রান তোলে সিলেট। জবাবে ১ ওভার ৫ উইকেট হাতে রেখে জিতে যায় কুমিল্লা। ৫ উইকেট ১৩৪ রান তোলে ইমরুল কায়েসের দল।
সাগরিকায় ম্যাচের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। স্কোরবোর্ডে ২০ রান জমা হতেই নেই ৩ উইকেট। দুই ওপেনার মোহাম্মদ হারিস ও নাজমুল হোসেন শান্ত আজও হতাশ করেন দলকে। ৬ বলে ৭ রান করেন হারিস, শান্ত করেন ১৯ বলে ১৩। ১ রান করে সাজঘরের পথ ধরেন আকবর আলি।
৫৩ রানে সপ্তম উইকেট হারায় সিলেট। ১০০ -এর নিচে তাদের গুটিয়ে যাওয়াটা যখন সময়ের ব্যাপার, তখন হাল ধরেন থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম। দুইজনের অবিচ্ছিন্ন ৮০ রানের জুটি মান রাখে সিলেটের। পেরেরার ৩১ বলে অপরাজিত ৪৩ ও ওয়াসিমের ৩৩ বলে অপরাজিত ৪০ রানে ভর দিয়ে ৭ উইকেটে ১৩৩ রানে থামে সিলেটের ইনিংস। কুমিল্লার পক্ষে হাসান আলি ও মুকিদুল ইসলাম পান দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে গত ম্যাচের মতো এদিনও ওপেনিংয়ে ঝড় তোলেন লিটন দাস। মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে তোলেন ৫৭ রান। এতে সহজ হয় কুমিল্লার জয়ের রাস্তা। রিজওয়ান আউট হলেও একপ্রান্তে ঝড় তোলেন লিটন। দলীয় ১১১ রানে মাশরাফীর বলে পেরেরার হাতে ক্যাচ দেওয়ার আগে ৭ চার ও ৪ ছয়ে ৪২ বলে ৭০ রানের অসাধারণ ইনিংস খেলেন লিটন দাস। ১১৭ রানে ৪র্থ ও ৫ম উইকেট গেলেও জিততে কোনো বেগ পেতে হয়নি কুমিল্লাকে। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে জয়ের বন্দরে নোঙর ফেলে কুমিল্লা।
সিলেটের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট পান মাশরাফী। তাতেও ঠেকাতে পারেননি চলতি আসরে সিলেটের প্রথম হার।
সংক্ষিপ্ত স্কোর :
সিলেট : ২০ ওভারে ১৩৩/৭। (হারিস ৭, শান্ত ১৩, আকবর ১, জাকির ৯, মুশফিক ১৬, সাইফউদ্দিন ১, মাশরাফী ০, ওয়াসিম ৪০*, পেরেরা ৪৩*; আবু হায়দার ৪-০-২৩-১, হাসান ৪-০-৩০-২, তানভীর ৪-০-২১-০, মুকিদুল ৪-০-২৮-২, মোসাদ্দেক ৪-০-৩০-০)।
কুমিল্লা : ১৯ ওভারে ১৩৪/৫। (লিটন ৭০, রিজওয়ান ১৫, কায়েস ১৮, চার্লস ১৮*, খুশদীল ৩, জাকের ০, মোসাদ্দেক ৫*; মাশরাফী ৪-০-১৯-২, আমির ৪-০-৩১-০, ওয়াসিম ৪-১-১৭-১, রুবেল ৩-০-২৪-০, শরীফউল্লাহ ৩-০-৩১-১, শান্ত ১-০-৭-০)।
ফল : কুমিল্লা ৫ উইকেটে জয়ী।