মা হারালেন শোয়েব আখতার
মা হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। এক টুইটবার্তায় মা হারানোর কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের খবর অনুযায়ী, গতকাল শনিবার রাতে শোয়েবের মা হামিদা আওয়ানের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে, তাঁকে বাঁচানো যায়নি।
টুইটারে মায়ের মৃত্যুর দুঃসংবাদ দিয়ে শোয়েব লিখেছেন, ‘আমার মা, আমার সবকিছু, আল্লাহতায়ালার ইচ্ছায় তিনি জান্নাতের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার বাদ আসর ইসলামাবাদের এইচ-৮ সেক্টরে জানাজা হবে।’
আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম পেসার হিসেবে বেশ পরিচিত শোয়েব। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ঘণ্টায় ১৬১ কিলোমিটার বেগে বল করে রেকর্ড গড়েন তিনি।
ক্রিকেট ছাড়লেও এখনও প্রায়ই আলোচনায় থাকেন শোয়েব। ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দেন।
পাকিস্তানের হয়ে ২২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শোয়েব। এর মধ্যে সাদা পোশাকে খেলেছেন ৪৬ টেস্ট। আর রঙ্গিন পোশাকে ওয়ানডে খেলেছেন ১৬২টি আর টি-টোয়েন্টি খেলেছেন ১৫টি।