মেশিনের সঙ্গে বেশি সময় কাটান সালাহ!
লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ রসিকতা করে বলেছেন, তাঁর বাড়িটি যেন ‘হাসপাতালের মতো’। ঘরে ফিটনেস সরঞ্জাম এত বেশি— এর জন্য স্ত্রীর কথা শুনতে হয় তাঁকে।
সালাহ একটি দুর্দান্ত মৌসুম শেষ করেছেন। তাই প্রশংসায় ভসছেন তিনি। অবশ্য এই সাফল্য পেতে ও ফিটনেস ধরে রাখতে কম পরিশ্রম করতে হয় না তাঁকে।
এই সাফল্য আসছে কঠোর শৃঙ্খলাবদ্ধ রুটিনের কারণে। তাই তাঁর বাড়িটিকে স্বাস্থ্য কেন্দ্রের মতো দেখায়।
সালাহ এ ব্যাপারে বলেন, ‘আমি প্রতিদিন, দশ বা বিশ মিনিট, বাড়িতে একা ধ্যান করার চেষ্টা করি। আমাদের বাড়ির দুটি কক্ষ বিভিন্ন ফিটনেস মেশিন, বডি বিল্ডিংয়ের মেশিন। শারীরিক উন্নতির জন্য ঘরেই অনুশীলন করি।’
মিশরীয় তারকা আরও বলেন, ‘তাই আমি বলতে চাই, আমার বাড়িটি দেখতে একটি হাসপাতালের মতো, আমার স্ত্রী তা পছন্দ করেন না! সে বলে যে, আমি তার চেয়ে মেশিনের সঙ্গে বেশি সময় কাটাই!’
গত মৌসুমে সালাহ লিভারপুলের হয়ে ৩১টি গোল করেছেন। দলের এফএ কাপ ও লিগ কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আর চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগে রানার্সআপ হয় লিভারপুল।