মেসিকে পিএসজিতে দেখছেন রিভালদো
মৌসুম যত শেষের দিকে গড়াচ্ছে ততই লিওনেল মেসির ভবিষ্যতৎ নিয়ে প্রশ্ন উঠছে। কারণ বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ শেষের দিকে। সে দিক থেকে বার্সেলোনার সাবেক তারকা রিভালদো মেসির ভবিষ্যৎ প্যারিসের ক্লাব পিএসজিতে দেখছেন।
গত মৌসুম শেষে বার্সা ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু রিলিজ ক্লজ ইস্যুতে আর সম্ভব হয়নি। তখন বার্সা অধিনায়ক জানিয়েছিলেন, আরো এক মৌসুম বার্সাতেই থাকছেন তিনি। তবে মৌসুম শেষে কোথাও যাবেন কি না, সে ব্যাপারে কিছুই জানাননি।
গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী মেসির ভবিষ্যৎ নিয়ে রিভালদো বলেন, ‘পিএসজির বিপক্ষে এই বড় পরাজয় ন্যু ক্যাম্পে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ানস লিগের শেষ ম্যাচে পরিণত করেছে। তারা বড় ট্রফির জন্য সত্যিকারের লড়াই করতে মেসিকে কিছু দিতে পারেনি। ন্যু ক্যাম্পে থাকার চেয়ে তার ভবিষ্যৎটা পিএসজিতেই দেখছি আমি। তারা এমন একটি দল শিরোপা জয়ের জন্য তাকে অনেক কিছুই দিতে পারবে।'
লুইস সুয়ারেজের প্রসঙ্গও টেনেছেন রিভালদো। যাঁকে গত মৌসুমে ক্লাব থেকে ছেড়ে দিয়েছে বার্সা। রিভালদো বলেন, ‘এই মৌসুমে তার (মেসির) সেরা সতীর্থ লুইস সুয়ারেজকে ধারণাতীতভাবে বিদায় করে দিয়েছে বার্সা। যার উপস্থিতিতে অ্যাথলেটিকো মাদ্রিদ আরো শক্তিশালী হয়েছে। সুয়ারেজের হাতে এখন পিচিচি।'
রিভালদো আরো যোগ করেন, ‘আমি বিশ্বাস করি এই মৌসুম শেষে মেসি বার্সেলোনা ছেড়ে দেবে।