মেসির আর্জেন্টিনাকে হারানোর অপেক্ষায় মেক্সিকো
কাতার বিশ্বকাপের শুরুটা চরম হতাশা দিয়ে করেছে আর্জেন্টিনা। যাদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার কথা, সেই সৌদি আরবের কাছে পাত্তাই পায়নি লাতিন আমেরিকার দলটি। সৌদি আরবের পর আর্জেন্টিনাকে পরীক্ষা দিতে হবে মেক্সিকোর বিপক্ষে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনাকে হারাতে মুখিয়ে আছেন মেক্সিকানরা।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ‘সি’গ্রুপের ম্যাচটি। বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই আর্জেন্টিনার। সমানভাবে গুরুত্বপূর্ণ মেক্সিকানদের জন্যও। এমন বাঁচা-মরার লড়াই শুরুর আগে আর্জেন্টিনাকে নিয়ে নিজের লক্ষ্যের কথা শোনালেন মেক্সিকোর ফরোয়ার্ড ইয়েরভিং লোসানো।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে লোসানো জানিয়েছেন, পরের ধাপে যেতে এই ম্যাচকে কাজে লাগাতে চান তারা। লোসানোর ভাষায়, ‘এই দলকে হারাতে আমাদের অবশ্যই অনেক ধৈর্য ও বুদ্ধির প্রয়োজন হবে। আমরাও দারুণ একটি দল। এখন মাঠে আমাদের এটা প্রমাণ করতে হবে। এই ম্যাচটি হতে পারে (পরের ধাপে ওঠার) চাবিকাঠি।’
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে মেক্সিকান ফরোয়ার্ড বলেছেন, ‘তাদের দলে আছে বিশ্ব সেরা ফুটবলার, আমার কাছে সেরা খেলোয়াড় হলেন মেসি। এটা আমার জন্য বিশেষ এক মুহূর্ত।’