মেসির উৎসবের রাতে রোনালদোর জোড়া গোল
এস্তোনিয়ার জালে একটি-দুটি নয়, গুনে গুনে পাঁচটি গোল করেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের গোলবন্যায় ভেসে যায় এস্তোনিয়া। একই রাতে পর্তুগালের জার্সিতে দারুণ কেটেছে ক্রিস্টিয়ানো রোনালদোরও। সুইজারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
লিসবনে গতকাল রোববার রাতে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচটিতে সুইসদের ৪-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। রোনালদোর সঙ্গে বাকি দুই গোল করেছেন উইলিয়াম কারবাইয়ো ও জোয়াও কানসেলো।
এদিন ম্যাচের ১৫ মিনিটেই লিড পেয়ে যায় পর্তুগাল। রোনালদোর নিচু ফ্রি কিক সুইজারল্যান্ডের আরেকজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়াতে যাচ্ছিল কিন্তু সেটা ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক গ্রেগর কোবেল। তবে দলকে বাঁচাতে পারেননি। ফিরতি বল জালে পাঠিয়ে পর্তুগালকে গোল এনে দেন কারবাইয়ো।
এরপর বিরতির আগেই ৪ মিনিটের মধ্যে দুবার সুইসদের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পর্তুগাল। দুটি গোলই আসে রোনালদোর পা থেকে। ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। এরপর ৩৯ মিনিটে ছয় গজ বক্সের মুখে জটলা থেকে বল ঠিকানায় পাঠিয়ে দেন রোনালদো। এই নিয়ে জাতীয় দলের হয়ে তাঁর গোল হলো ১১৭টি।
বিরতির পর বাকি গোলটি করেন কানসেলো। ৬৮ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন কানসেলো। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
দিনের আরেক ম্যাচে এই গ্রুপের দল চেক রিপাবলিকের মাঠে ২-২ ড্র করেছে স্পেন।