মেসির ফেভারিটের তালিকায় নেই বার্সেলোনা
ক্লাব ফুটবল ক্যারিয়ারের লম্বা সময় বার্সেলোনাতে কাটিয়েছেন লিওনেল মেসি। ওই সময়ে চ্যাম্পিয়নস লিগের ফেভারিটের তালিকায় সবসময় ছিল বার্সা। লিগে বেশ শক্ত দল ছিল স্প্যানিশ ক্লাবটি। কিন্তু মেসি কাতালান ক্লাবটি ছাড়ার পর থেকে চ্যাম্পিয়নস লিগে ভালো অবস্থায় নেই বার্সা। মেসি নিজেও ফেভারিটের তালিকায় রাখছেন না বার্সেলোনাকে।
২১ বছরের সম্পর্ক ছিন্ন করে এবার বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন মেসি। পুরোনো ক্লাব বার্সেলোনা নিয়ে তাঁর ভালোবাসা থাকলেও কঠিন বাস্তবতাই তুলে ধরেছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। কারণ বর্তমানে চ্যাম্পিয়নস লিগে খুব বাজে সময় পার করছে কাতালান ক্লাবটি।
ফ্রান্স ফুটবল সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে চ্যাম্পিয়নস লিগে ফেভারিট দলগুলোর নাম বলেন মেসি। সেখানে চেলসি, বায়ার্ন, ইন্টার মিলানের নাম উল্লেখ করলেও বার্সার কথা বলেননি মেসি, 'সবাই বলছে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। কিন্তু আরও অনেক দল রয়েছে। চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলানও আছে। রিয়াল মাদ্রিদ সব সময়ই এই প্রতিযোগিতায় ভালো করে। আমি জানি না আর কোনো ক্লাবের কথা ভুলে গেলাম কি না।'
পিএসজি তারকা আরো বলেন, 'আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছেন। তবে এখনও আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা বাড়াতে হবে। শিরোপা জেতার জন্য একটা দল হিসেবে খেলা অনেক জরুরি। এই দিকেই আমরা অন্যান্য ক্লাবের থেকে পিছিয়ে আছি, যাদের সম্মিলিত অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি। ক্লাবটি এ (চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের) লক্ষ্যেই বেশ কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে তারা অনেক কাছেও চলে এসেছিল। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটা আগের মতোই আছে। আমি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে খুশি হব যেমনটা আমি বার্সেলোনায় থাকতে বলতাম। এটা দারুণ প্রতিযোগিতা এবং জেতা অনেক কঠিন।’