মেসির বার্সা ছাড়ার পেছনে আমার হাত নেই, দাবি রিয়াল সভাপতির
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন প্যারিসে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। অবিশ্বাস্য হলেও মেসির বার্সেলোনা ছাড়ার পেছনে অনেকে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের ভূমিকা দেখছেন। তবে, রিয়াল সভাপতি স্পষ্ট করে জানিয়েছেন, মেসির বার্সা ছাড়ার পেছনে তাঁর কোনো ভূমিকা নেই।
গত মৌসুমে বার্সা ছাড়তে চাইলেও এবার থেকে যেতে চেয়েছিলেন মেসি। বেতন কমিয়ে হলেও কাতালান ক্লাবটিতে থাকতে চেয়েছেন তিনি। কিন্তু ক্লাবের আর্থিক অবস্থা ও লা লিগার নিয়মের বেড়াজালে এবার চুক্তি নবায়ন করতে পারেননি। এই মৌসুমে বার্সা ছেড়ে দিতে হয়েছে তাঁকে।
মেসি বার্সা ছাড়ার পেছনে পেরেসের ভূমিকা ছিল বলে অভিযোগ উঠেছে। বার্সেলোনা বোর্ডের সাবেক সদস্য হাউমে ইয়োপিস এই অভিযোগ তোলেন। তিনি মনে করেন, মেসিকে ধরে রাখতে বার্সেলোনা যথেষ্ট তৎপরতা দেখায়নি।
কিন্তু পেরেস জানিয়েছেন, তাঁর কোনো হাত ছিল না। এক বিবৃতিতে পেরেজ বলেছেন, ‘মেসির বার্সেলোনা ছাড়ার পেছনে আমার ভূমিকা থাকা অসম্ভব। শুধু মেসির বার্সা ছাড়াই নয়, বার্সেলোনার যেকোনো সিদ্ধান্তেই আমার প্রভাব থাকা অসম্ভব। এসব দাবি পুরোপুরি মিথ্যা। বার্সেলোনার প্রধান নির্বাহী ফেরান রেভেরতার আমার বন্ধুও নন। তাঁর সঙ্গে আমার দেখা হয়েছেই দুবার। প্রথমবার চার মাস আগে আর দ্বিতীয়বার গত শনিবারে, যখন মেসিকে নিয়ে বার্সেলোনা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। যে সভায় রেভেরতার ছাড়া বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা ও জুভেন্টাসের সভাপতি আন্দ্রেয়া আনেয়েল্লিও ছিলেন। আশা করব ইয়োপিস নিজের এই বক্তব্য প্রত্যাহার করবেন আর মিথ্যা দিয়ে কাউকে বিভ্রান্ত করবেন না।’