‘মেয়েরাও পারে’ গ্রন্থের প্রকাশনা উৎসব
বাংলাদেশের নারী ক্রিকেটের বিবর্তন, সাফল্যের ওপর প্রথম ইতিহাসভিত্তিক গ্রন্থ ‘মেয়েরাও পারে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলানামার প্রকাশনায়, মনোয়ার আনিস খান মিনুর গ্রন্থনা এবং ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত এই গ্রন্থটির মোড়ক উন্মোচন হয় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির প্রথম নারী সদস্য মনোয়ার আনিস খান মিনু তাঁর এই গ্রন্থ রচনার প্রেক্ষাপট এবং কারণ উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই গ্রন্থে নারীদের সংগ্রাম ও ক্রিকেটের সাফল্যগুলো রয়েছে। এই গ্রন্থ আশা করি নারী ক্রিকেট উন্নয়নে ও নারীদের ক্রিকেটে আগ্রহ বাড়াতে সক্ষম হবে।’
প্রকাশনা উৎসবে গ্রন্থটির ওপর আলোচনা করেণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সিইও সৈয়দ আশরাফুল হক, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সভানেত্রী রাফিয়া আক্তার ডলি, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাকিল কাশেম ও ইশতিয়াক আহমেদ।
বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমি যখন বিসিবির সভাপতি ছিলাম, তখন মেয়েদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে ক্রিকেটার হিসেবে তৈরি করার শুরুটা করেছিলাম। বাংলাদেশের নারী ক্রিকেটারদের অর্জিত সাফল্য এখন গর্ব করার মতো। এশিয়ান টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে। এটা অনেক বড় অর্জন। এশিয়ান গেমসেও নারীদের পদক রয়েছে। সামনে কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেট যুক্ত হচ্ছে। আশা করি সেখানে আমরা পদকের জন্যই যাব।’
এসিসির সাবেক সিইও সৈয়দ আশরাফুল হক বলেন, ‘নিঃসন্দেহে এটি দারুণ উদ্যোগ। এই বইটি ইংরেজিতে অনুদিত হলে সারা বিশ্বে বাংলাদেশের নারীদের ক্রিকেট সম্পর্কে জানতে পারবে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘এশিয়ান গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার দাবিতে সোচ্চার ছিলাম। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এ রকম যে কোনো উদ্যোগের সঙ্গে থাকবে। যে কোনো সহায়তা আমরা পাশে থাকব।’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, ‘১৯৮৩ সালে আমরা ভারত সফর গিয়েছিলাম। তখন ওয়েস্ট ইন্ডিজ ও ভারত টেস্ট চলছিল ইডেন গার্ডেনসে। আমাদের স্বপ্ন ছিল ইডেনে খেলা। ইডেনে গিয়ে আমরা জেনে গর্বিত হই, আমাদের আগে বাংলাদেশের নারীরা ইডেনে খেলেছেন।’
বাংলাদেশের নারী ক্রিকেটের প্রকৃত ইতিহাস তুলে ধরায় মনোয়ার আনিস খান মিনু ও শামীম চৌধুরীর প্রশংসা করেছেন আলোচকরা।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন খেলাধুলার ওপর ইতিহাসভিত্তিক গ্রন্থ রচনায় ক্রীড়া গবেষক এবং সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশনসমূহকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা। বাংলাদেশের নারী ক্রিকেটের শুরু থেকে এ পর্যন্ত প্রতিটি ঘটনার বিবরণ, নেপথ্য ঘটনা, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের লেখা , ঘটনাকালের ছবি শোভা পেয়েছে এই বইয়ে। ম্যাট পেপারে চার রঙা এই বইটির মূল্য পাঁচ শত টাকা। বইটি পাওয়া যাবে প্রকাশক বাংলানামার স্টলে (১২০/৫ পূর্ব রাজাবাজার, ঢাকা, ১২১৫)।