ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান রোনালদো
উপযুক্ত প্রস্তাব পেলে ক্রিস্টিয়ানো রোনালদো এই গ্রীষ্মেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যেতে চান। ৩৭ বছর বয়সী পর্তুগালের এই ফরোয়ার্ড গত বছর জুভেন্টাস থেকে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে ছিলেন। গত মৌসুমে ইউনাইটেডের সর্বোচ্চ স্কোরার এবং প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়া সত্ত্বেও অভিযানটি সামগ্রিকভাবে হতাশাজনক ছিল।
ইউনাইটেড প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান অর্জন করেছে, চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করতে পারেনি। পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী দলে থেকেও বড় সাফল্য না পাওয়ায় ম্যান ইউকে ইউরোপা লিগে খেলতে হচ্ছে। তাই সমালোচনার মুখে পড়েন তিনি। তাই তিনি নিজে থেকেই ক্লাবটি ছাড়তে চান।
এএফপির খবরে জানা গেছে, ম্যানচেস্টার ইউনাইটেড অনড় রোনালদোকে দলে রাখতে। তিনি সব প্রতিযোগিতা মিল গত বছর ২৪ গোল করেছেন। নতুন ম্যানেজার এরিক টেন হ্যাগ তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী।
২০০৯ সালে রিয়াল মাদ্রিদ এবং ২০১৮ সালে জুভেন্টাসে যাওয়ার আগে ইউনাইটেডের হয়ে ছয় ট্রফি-তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন। দুই ক্লাবের হয়ে আরও বেশ কিছু ট্রফি জেতেন তিনি।
এদিকে ইউনাইটেডের খেলোয়াড়রা প্রাক-মৌসুম শুরুর জন্য গত শুক্রবার থাইল্যান্ডে উড়ে গেছেন। সেখানে তারা প্রস্তুতি নেবেন।