ম্যারাডোনার কাছে ক্ষমা চেয়েছিলেন মালদিনি
খেলার মঞ্চে দিয়েগো ম্যারাডোনাকে থামাতে অহেতুক ফাউল করেছিলেন পাওলো মালদিনি। পরে ভিডিওতে ফাউল দেখে নিজেই লজ্জা পেয়েছেন। ভুল বুঝতে পেরে আর্জেন্টাইন কিংবদন্তির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন সাবেক ইতালিয়ান ফুটবলার মালদিনি।
ক্যারিয়ারের অনেকটা সময় ইতালির ক্লাব নাপোলিতে কাটিয়েছেন ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির হাত ধরেই ইতালিয়ান লিগ সেরি আতে দুটি শিরোপা জিতে নাপোলি। ওই সময়ে ম্যারাডোনার মুখোমুখি হতে হতো মিলানের হয়ে খেলা মালদিনিকে। আর্জেন্টাইন তারকাকে সামলাতে অহেতুক ফাউল করে বসতেন তিনি।
হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার মারা গেছেন ম্যারাডোনা। তাঁর মৃত্যুর শোকে স্তব্ধ ফুটবল দুনিয়া। অনেকেই ম্যারাডোনার সঙ্গের স্মৃতিগুলো তুলে ধরছেন বিভিন্ন মাধ্যমে। ফুটবল ইতালিয়ার খবর অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ফরাসি একটি টেলিভিশন নেটওয়ার্ককে মালদিনিও ম্যারাডোনার স্মৃতিচারণা করেন।
সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘ম্যারাডোনাকে ধরা কঠিন ছিল। সেরি আ হল অব ফেম অ্যাওয়ার্ডে আমি তার পাশে ছিলাম এবং তারা আমাদের একসঙ্গে খেলার কিছু ভিডিও দেখিয়েছিল। আমি সবসময় নিজেকে খুব ভদ্র ডিফেন্ডার হিসেবে বিবেচনা করতাম। কিন্তু সেই ভিডিওগুলো দেখে আমাকে স্বীকার করতে হবে, আমি তাকে কিছু ভয়ঙ্কর ফাউল করেছিলাম। তবে এটি করতাম কেবল তার কাছে যেতে দেরি হয়ে যেত বলে।’
এরপর মালদিনি যোগ করেন, ‘সে খুব দ্রুতগতির ছিল এবং তার পুরো ক্যারিয়ারে সব সময় তাকে লাথি মারা হয়েছে। ওই ভিডিও দেখার পর আমি লজ্জা পেয়েছিলাম এবং তার কাছে ক্ষমা চেয়েছিলাম।’
শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা। পরিবারের কয়েকজন সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন করা হয় ম্যারাডোনার শেষকৃত্যানুষ্ঠান। বুয়েনস আইরেসের উপকণ্ঠে বেলা ভিস্তায় স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মা-বাবার পাশেই সমাহিত করা হয় ফুটবল জাদুকরকে।
ম্যারাডোনার বিদায়ক্ষণে মানুষের ঢল নেমেছিল কাসা রোসাদায়। সেখানে ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে ১০ ঘণ্টা সময় দেওয়া হয়। কিন্তু এই সময়ে এত মানুষের চাপ সামলাতে পারেনি পুলিশ। একপর্যয়ে কাসা রোসাদায় ভক্তদের সঙ্গে পুলিশের ঝামেলা বেধে যায়।