যে কারণে মেসির বার্সায় ফেরার ব্যাপারে সতর্ক পিকে
পিএসজিতে সময়টা ভালো কাটছে না লিওনেল মেসির। ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে আছে ক্লাবটিও। চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। মেসি কোথায় যাবেন তা নিয়ে আলোচনার শেষ নেই। শোনা যাচ্ছে ফিরতে আর্জেন্টাইন তারকা পারেন বার্সেলোনায়।
বার্সায় মেসির সাবেক সতীর্থ জেরার্ড পিকে মনে করেন, তার বার্সায় ফেরাটা দারুণ ব্যাপার হলেও তা যেন দুই পক্ষের সম্মতিতে হয়।
গতকাল রোববার (২ এপ্রিল) স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভোর একটি প্রতিবেদন অনুযায়ী জানা যায়, লিওনেল মেসির আবার বার্সায় ফেরা নিয়ে খুশি থাকলেও বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে বলেছেন পিকে। পিকে বলেন, ‘মেসি যদি আবার বার্সায় ফেরেন, কাতালান সমর্থকদের জন্য সেটি হবে দারুণ ব্যাপার। তবে আপনাকে খেয়াল রাখতে হবে, এই ফেরাটা যেন উভয় পক্ষের সম্মতিতে হয়। না হলে হিতে বিপরীত হতে পারে।’
মেসিকে বার্সেলোনায় আনতে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইউস্তে। রাফার সমন্ধে পিকে বলেন, ‘রাফা কেমন মানুষ তা আমরা জানি। সে খুব ভালো মানুষ। রাপা সবসময় সেই কথাগুলোই বলবে যা আমরা শুনতে চাই।’
যদিও মেসির পুনরায় ক্যাম্প ন্যুতে ফিরে আসার প্রক্রিয়াটা সহজ হবে না। কারণ, বার্সা কর্তৃপক্ষ মেসির ফেরার বিষয়ে সাম্প্রতিককালে বেশ কিছু শর্ত দিয়েছিল। অনেকেই ভাবছেন ওই শর্তগুলো মেসির ফেরার পথে বাঁধা হতে পারে। পিকের কথাগুলোর ইঙ্গিত বোধহয় সেদিকেই ছিল।