রংপুর রাইডার্সের নেতৃত্ব পেয়ে রোমাঞ্চিত সোহান
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের নেতৃত্বের ভার পড়েছে নুরুল হাসান সোহানের কাঁধে। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে আজ প্রথম দল নিয়ে অনুশীলন করলেন সোহান। সেটাও আবার দলটির ঘরের মাঠে। সবমিলে রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে সোহানদের।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একমাত্র সুবিশাল এক ক্রীড়া কমপ্লেক্স আছে বসুন্ধরার। যারা আছে রংপুর রাইডার্সের মালিকানায়। সেই হিসাবে নিজেদের ক্রীড়া কমপ্লেক্সেই অনুশীলন শুরু করেছে বিপিএলের দল রংপুর রাইডার্স।
প্রথম দিনের অনুশীলন শেষে দলটির অধিনায়ক সোহান বলেন, ‘আমরা খুব রোমাঞ্চিত। অন্য সময়, যখন বিপিএলের সময় অনুশীলন করি, একটা স্লট থাকে দুই-তিন ঘণ্টা। চাইলেও এর বেশি অনুশীলন অনেকে করতে পারে না। এখানে নিজেদের মাঠ হওয়ায় সকাল থেকে শুরু করেছি, সময়ের কোনো সীমাবদ্ধতা নেই। যে যার মতো প্রস্তুতি নিতে পারছে। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।’
নেতৃত্ব পাওয়া নিয়ে সোহান বলেছেন, ‘অবশ্যই ভালো লাগছে (নেতৃত্ব পেয়ে)। কিন্তু আমার কাছে মনে হয়, দল হিসেবে ভালো করা গুরুত্বপূর্ণ। বছরের প্রথমদিন আমরা একসঙ্গে সবাই অনুশীলন করার সুযোগ পেয়েছি। এটা যেহেতু নিজেদের মাঠ, সবাই অনেক রোমাঞ্চিত টুর্নামেন্ট। অবশ্যই ভালো কিছু আশা করছি। আমাদের দলটা বেশ তারুণ্যে ভরা ও ভারসাম্যপূর্ণ। সবাই যদি নিজেদের জায়গা থেকে ভালো কিছু করতে পারে, অবশ্যই ভালো কিছু আশা করব। আমার মনে হয়, এটা ভালো একটা প্ল্যাটফর্ম। সবাই যারা আছে, তাদের জন্য বড় সুযোগ। আমরা যদি সবাই সেরাটা দিতে পারি, ভালো কিছু হবে।’