রিয়ালের বিপক্ষে মেসির অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পিএসজি
২০২২ সালে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ক্লাব ফুটবলের দুই বড় দল রিয়াল মাদ্রিদ ও পিএসজি। শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগে আজ মঙ্গলবার দিবাগত রাতে মাঠে নামবে দুদল। পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।
ইউরোপ সেরা মঞ্চে দুদলের লড়াই নিয়ে রোমাঞ্চ ফুটবল ভক্তদের মনে। একদল স্পেন সেরা, আরেকদল ফ্রান্স সেরা। তাছাড়া দুদলই ফুটবলের অন্যতম। সেই সঙ্গে পুরোনো প্রতিশোধ তো আছেই। কারণ ২০১৭-১৮ মৌসুমে এই রিয়াল মাদ্রিদের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল পিএসজিকে। এবার সেই প্রতিশোধ নেওয়ার পালা প্যারিসের ক্লাবটির।
লিওনেল মেসি-এমবাপ্পেদের চড়ে রিয়ালকে হারিয়ে নিশ্চিতভাবে টুর্নামেন্টে টিকে থাকার মিশনে নামবে পিএসজি। এই ম্যাচে মেসিকেও ছন্দে পাবেন বলে আশা করেন দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো। রিয়ালের বিপক্ষে রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসির অভিজ্ঞতা অনেক কাজে আসবে বলে মনে করেন পিএসজি কোচ।
মূল লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছেন, ‘মেসি ভালো অবস্থায় আছে এবং ম্যাচটি খেলার জন্য উন্মুখ হয়ে আছে। এই ধরনের ম্যাচে তার অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ এবং সে তার সতীর্থদের মধ্যে তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের এই ম্যাচের জন্য নিজেদের আলাদা করে উজ্জীবিত করার দরকার নেই। কারণ সবাই আগে থেকেই খুব অনুপ্রাণিত এবং ম্যাচটি খেলার ব্যাপারে মেসি দলকে যে কোনো উপায়ে সাহায্য করতে উন্মুখ হয়ে আছে।’
রিয়াল-পিএসজির মহারণের দিনেই আরেক ম্যাচে লড়বে ম্যানচেস্টার সিটি ও স্পোর্টিং। ওই ম্যাচটিও শুরু হবে রাত ২টায়, সরাসরি দেখাবে সনি টেন-১।