রেকর্ডের ম্যাচে পেলেকে স্পর্শ করলেন মেসি
বার্সেলোনার জার্সিতে আরেকটি নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে কিংবদন্তি ব্রাজিলীয় ফুটবলার পেলেকে স্পর্শ করলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখন যৌথভাবে পেলে ও মেসির।
এতদিন ধরে এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডটি ছিল পেলের। সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন সাবেক ব্রাজিল তারকা। গতকাল শনিবার রাতে ন্যু ক্যাম্পে বার্সেলোনার হয়ে গোল করে ওই ম্যাজিক ফিগার ৬৪৩ স্পর্শ করলেন মেসি। মেসির এমন ঐতিহাসিক দিনে অবশ্য জিততে পারেনি বার্সেলোনা। ঘরের মাঠে বার্সার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সা।
এদিন ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বাঁ-দিকে বল পেয়ে হেডে ঠিকানা খুঁজে নেন বার্সা অধিনায়ক। মাত্র ১৭ মৌসুমেই বার্সেলোনার হয়ে এই রেকর্ড স্পর্শ করলেন মেসি। আর নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেছিলেন ব্রাজিলের হয়ে তিন বিশ্বকাপ জেতা পেলে।
লা লিগার চলতি আসরে ১৩ ম্যাচের ছয়টিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে ভ্যালেন্সিয়া। দিনের আরেক ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে এলচেকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল অ্যাথলেটিকো মাদ্রিদ। তাদের পয়েন্ট ২৯। আর, ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে রিয়াল মাদ্রিদ।