রোনালদোর জোড়া গোলে জিতল জুভেন্টাস
চ্যাম্পিয়নস লিগের পর এবার সিরি আতেও জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে জোড়া গোল করলেন। সঙ্গে জালের দেখা পেলেন পাওলো দিবালা। দুই তারকার দিনে জেনোয়ার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে জুভেন্টাস।
গতকাল রোববার ইতালির স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত ম্যাচে জেনোয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে জুভেন্টাস। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন স্টেফানো স্তুরারো। এই নিয়ে টানা দুই ম্যাচ জিতল ইতালিয়ান চ্যাম্পিয়ানেরা।
এদিন ম্যাচের প্রথমার্ধে জেনোয়ার প্রতিরোধ ভাঙতে পারেনি জুভেন্টাস। বিরতির পর জালের দেখা পায় দলটি। ম্যাচের ৫৭তম মিনিটে ম্যাককেনির পাস ধরে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের খেলোয়াড়ের বাধা এড়িয়ে বাঁ-পায়ের শটে দলকে এগিয়ে নেন দিবালা। চলতি লিগে আর্জেন্টাইন তারকার প্রথম গোল এটি।
এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জুভেন্টাস। চার মিনিট পরেই গোল খেয়ে বসে তারা। বাঁ-দিক থেকে গোলটি করেন স্টেফানো।
এরপর শেষের দিকে ১১ মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় উপহার দেন রোনালদো। অবশ্য দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। প্রথমটি ৭৮তম মিনিটে ডি-বক্সে ঢোকা হুয়ান কুয়াদরাদো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। ওই সুযোগে দলকে এগিয়ে নেন জুভেন্টাস ফরোয়ার্ড। এরপর মোরাতা ফাউল হলে আরেকটি পেনাল্টিতে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-১ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।