রোনালদোর লড়াই ছাপিয়ে মেসিদের জয়ের হাসি
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোস, আশরাফ হাকিমি— কে নেই? মরুর বুকে যেন তারকাদের মহামিলন! আপাতদৃষ্টিতে স্রেফ একটি প্রীতি ম্যাচ। কিন্তু রোনালদো বনাম মেসির এই লড়াই রোমাঞ্চ ছড়িয়েছে ফুটবল ভক্তদের হৃদয়ে। এমন তারকাবহুল ম্যাচ দিয়ে সৌদি আরবে অভিষেক হলো রোনালদোর। অভিষেকে জোড়া গোল করে রোনালদো দিলেন ভালোবাসার প্রতিদান। তবে পর্তুগিজ তারকার লড়াই ছাপিয়ে প্রীতি ম্যাচটিতে জয়ের হাসি হেসেছে পিএসজি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে সৌদি ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর চ্যারিটেবল ওয়ার্কের আয়োজিত এই প্রীতি ম্যাচে রিয়াদ অল স্টারকে ৫-৪ গোলে হারিয়েছে পিএসজি। প্যারিসের ক্লাবটির জয়ের ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি, মার্কুয়েনাস, রামোস, এমবাপ্পে ও ইকে । অন্যদিকে অল স্টারের হয়ে জোড়া গোল করেছেন রোনালদো। বাকি দুটি করেছেন হুয়ান সো ও তালিস্কা।
রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচটিতে শুধু ফুটবল তারকারাই নন ছিলেন বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। ম্যাচ শুরুর আগে বলিউড তারকার সঙ্গে খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন আয়োজকরা। সঙ্গে ছিলেন পিএসজির মালিক নাসের আল-খেলাইফি।
ম্যাচটিতে শক্তি-সামর্থ্যর দিক দিয়ে বহু এগিয়ে ছিল পিএসজি। কিন্তু মাঠের খেলায় সেটা টের পাওয়া গেছে কমই। ম্যাচের পুরোটো জুড়েই লড়াই হয় সমানে সমান। উত্তাপ ছড়ায় শেষ মিনিট পর্যন্ত।
তারকাবহুল পিএসজির সামনে নুয়ে পড়েনি রোনালদোর দল। তবে শুরুতেই উৎসবের উপলক্ষ্য পেয়ে যায় পিএসজি। তিন মিনিটের মাথায় দলকে লিড এনে দেন মেসি। সতীর্থ নেইমারের পাস পেয়ে দারুণ শটে বল জালে জড়ান বিশ্বকাপজয়ী অধিনায়ক।
গোল খেয়ে যেন জেগে ওঠে রিয়াদ অল স্টার। পরমুহূর্তেই গোলের চেষ্টায় শট নেন রোনালদো। তবে তা ঠেকিয়ে দেন কাইল নাভাস। কিন্তু বেশিক্ষণ ঠেকিয়ে রাখতে পারেননি। ৩৪ মিনিটের মাথাতেই পেনাল্টি পেয়ে যায় অল স্টার। সুযোগ হাতছাড়া করেননি রোনালদো। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান সিআর সেভেন।
সমতায় ফেরার স্বস্তি টেকেনি বেশিক্ষণ। ৪৩ মিনিটে ফের এগিয়ে যায় পিএসজি। এবারের গোলের নায়ক মার্কুয়েনাস। এর মাঝে ৩৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির জোয়ান বের্নাত।
১০ জনের দলে রূপ নেওয়া পিএসজিকে আরেক দফা চমক দেখান রোনালদো। বিরতির আগেই ফের স্কোরবোর্ডে নাম লেখান তিনি। এবার আর পেনাল্টিতে নয়, নিজের পায়ের জাদুতেই স্কোরলাইন ২-২ করেন। সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরে ফের লিড পেয়ে যায় পিএসজি। এমবাপ্পের সহায়তায় প্যারিসিয়ানদের এগিয়ে নেন সার্জিও রামোস। এগিয়ে যাওয়াতে মনে হচ্ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ চলে যাবে পিএসজির হাতে। কিন্তু চমকের তখনও বাকি।
৫৬ মিনিট ফের দৃশ্যপটে অল স্টার। এবার রোনালদো নন, গোল করেন হুয়ান সো। স্কোরলাইন তখন ৩-৩। এমন মুহূর্তে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। আগেরবার পেনাল্টি মিস করা নেইমারকে এবার আনেনি প্যারিসিয়ানরা। পেনাল্টিতে কিক নেন এমবাপ্পে, তাতেই গোল। এগিয়ে যায় পিএসজি।
স্কোরলাইন ৪-৩ থাকাকালীন মাঠ ছাড়েন রোনালদো, নেইমার, মেসি, এমবাপ্পে, নাভাসরা। সুযোগ দেওয়া হয় বাকিদের। কিন্তু তারকারা মাঠ ছাড়লেও ম্যাচের উত্তাপ একটুও কমেনি। শেষ মিনিট পর্যন্ত লড়াই চলে। যোগ করা সময়ের শেষ মিনিটে গোল পায় অল স্টার। তবে শেষ পর্যন্ত পিএসজির জয়েই শেষ হয় লড়াই।
কিছুদিন আগে ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি জমান রোনালদো। মরুর দেশে পা রাখার পর আজ খেলতে নামলেন তিনি। তাও আবার সময়ের বড় তারকাদের বিপক্ষে। তাতে একটুও আবেদন কমেনি তাঁর। বরং প্রথমার্ধের সবটুকু আলো নিজের দিকেই কেড়েছেন পর্তুগিজ তারকা। সৌদিতে অভিষেক রাঙালেন জোড়া গোল দিয়ে।