লক্ষ্য নিয়ে বিভ্রান্তিতে ছিল বাংলাদেশ
নেপিয়ারে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লক্ষ্য নিয়ে হয়েছে অনেক ‘নাটক’। প্রথমে বৃষ্টির কারণে ১৬ ওভারে ১৪৮ রানের লক্ষ্য দেওয়া হয়। পরে খেলার শুরুর কিছুক্ষণ বাদে লক্ষ্য বদলে হয়ে যায় ১৭০। পরে ম্যাচ শেষে দেখা যায় লক্ষ্য ছিল ১৭১। এমন লক্ষ্য নিয়ে ইনিংসের শুরুতে বিভ্রান্তিতে পড়ে যান বাংলাদেশ দলের ক্রিকেটারেরা। ম্যাচ শেষে এমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।
১৪৮ রানের লক্ষ্য ভেবে ব্যাট করতে নেমে ১.৩ ওভারে দলের রান তখন বিনা উইকেটে ১২। সেই সময় খবর আসে লক্ষ্য ভুল হয়েছে। ডাকওয়ার্থ পদ্ধতিতে জিততে হলে ১৬ ওভারে করতে হবে ১৭১ রান। ম্যাচটিতে শেষ পর্যন্ত ২৮ রানে হেরেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘বিষয়টি নিয়ে শুরুতে কিছুটা বিভ্রান্তি ছিল। কারণ, ডি/এল স্কোর কত, তা আমরা জানতাম না। স্কোরবোর্ডে ক্রমাগত এটা পরিবর্তিত হচ্ছিল। এ ধরনের ঘটনা ঘটতে পারে। প্রথম পাঁচ ওভারে আমরা সঠিক পথে ছিলাম। কিন্তু আমাদের শেষটা ভালো হয়নি। সৌম্য-নাঈম দারুণ ব্যাটিং করেছে। যে বলগুলো আমরা মিস করেছি, সেগুলো আমাদের কাজে লাগানো উচিত ছিল।’
ওয়ানডে সিরিজের পর নিউজিল্যান্ডে টি-টোয়েন্টিতেও হারল বাংলাদেশ। তবুও শেষ ম্যাচে ভালো করার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টিতে আপনার শুরুটা মাঝে মাঝে ভালো হয়। আবার মাঝে মাঝে ভালো হয় না। কিন্তু ব্যাটিং-বোলিং যা-ই হোক না কেন, আপনাকে ভালোভাবে শেষ করতে হবে। এই ম্যাচে ব্যাটিং ইউনিট হিসেবে কিছু ইতিবাচক দিক আমরা দেখতে পারি এবং পরের ম্যাচে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারি।’
নেপিয়ারে আগে ব্যাট করে ১৭.৫ ওভারে পাঁচ উইকেটে ১৭৩ রান করে নিউজিল্যান্ড। তবে বৃষ্টি আইনে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭১। সে লক্ষ্য তাড়া করতে নেমে ১৪২ রানে থেমে যায় বাংলাদেশ।