লজ্জার হারে শেষ হলো ঢাকার বিপিএল অভিযান
দুর্দান্ত বোলিংয়ে কাজটা সহজ করে দিয়েছিলেন আরাফাত সানি। লক্ষ্য এনে দিয়েছিলেন হাতের নাগালে। নিজেদের শেষ ম্যাচে জয় পেতে মাত্র ১১৯ রান করতে হতো ঢাকা ডমিনেটর্সকে। কিন্তু এই ছোট লক্ষ্য পাড়ি দিতেও ব্যর্থ ঢাকা। লজ্জার হারে বিপিএল মিশন শেষ হলো নাসির হোসেনের ঢাকার।
বিপিএলে আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ১৫ রানে হেরেছে ঢাকা ডমিনেটর্স। ব্যাটে-বলে অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন চট্টগ্রামের ক্রিকেটার জিয়াউর রহমান।
টুর্নামেন্ট থেকে দু'দলের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। স্রেফ নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামে ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এমন ম্যাচেও হার দেখল ঢাকা। মাত্র ১১৮ রান তাড়া করে জিততে পারল না তারা। রান তাড়ায় থমকে গেল মাত্র ১০৩ রানে। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেছেন নাসির হোসেন। ২১ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে।
দুদিন বিরতির পর আজ বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা-চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ঢাকাকে ১১৯ রানের লক্ষ্য দিতে পারে চট্টগ্রাম। যার জবাবে ঢাকা থামে ১০৩ রানে।
অথচ বোলিংটা দারুণ করেছিল ঢাকা। ঢাকার বোলারদের সামনে দাঁড়াতেই পারছিলেন না চট্টগ্রামের ব্যাটাররা। দলের হয়ে ২০ বলে সর্বোচ্চ ৩৪ রান করতে পেরেছেন জিয়াউর রহমান। এ ছাড়া উসমান খান করেছেন ৩০ রান। বাকিরা কেউ ১০ এর ঘরও পার হতে পারেননি।
বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আরাফত সানি। একটি করে নিয়েছেন আলামিন হোসেন ও আমির হামজা।
এই ম্যাচ দিয়েই নিজেদের বিপিএল মিশন শেষ করেছে ঢাকা। ১২ ম্যাচ খেলে তাদের জয় এসেছে কেবল তিনটিতে।
অন্যদিকে চট্টগ্রামের অবস্থাও একই। ১১ ম্যাচ খেলে জিতেছে মাত্র তিনটিতে। আজকের ম্যাচ ছাড়াও আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। তবে এই ম্যাচ জিতে কিছুটা স্বস্তি নিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারবে চট্টগ্রাম।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১১৮/৮ (মারুফ ৮, ইরফান ৭, উন্মুক্ত ০, আফিফ ১, উসমান ৩০, শুভাগত ১, ক্যাম্পার ১১, রাসুলি ৫, জিয়াউর ৩৪*, মৃত্যুঞ্জয় ৪*; শরিফুল ৪-০-২৬-০, আল আমিন ৩-০-২২-১, নাসির ৪-০-১৫-০, সানি ৪-০-২২-৪, জুবায়ের ১.১-০-১৮-০, হামজা ৩.৫-০-১৩-১)।
ঢাকা ডমিনেটর্স: ২০ ওভারে ১০৩/৯ (সৌম্য ২১, আল মামুন ২, আরিফুল ৭, নাসির ২৪, ব্লেইক ১৩, জাহিদউজ্জামান ১৮, হামজা ১, শরিফুল ৩, আল আমিন ৩*, সানি ০, জুবায়ের ১*; শুভাগত ৪-০-২৩-১, মৃত্যুঞ্জয় ৪-০-২৯-২, ক্যাম্পার ৪-০-১৫-৩, জিয়াউর ৪-০-১৫-২, নিহাদ ৪-০-২০-১)।
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৫ রানে জয়ী।