লেভানদোভস্কির হ্যাটট্রিক, উড়ছে বায়ার্ন
ফুটবলে দারুণ সময় পার করছেন পোলিশ স্ট্রাইকার রবার্তো লেভানদোভস্কি। গত দুই মৌসুমের ধারাবাহিকতা ধরে রেখেছেন এবারও। গতকাল শনিবার রাতে ঘরের মাঠে হ্যাটট্রিক করলেন লেভানদোভস্কি। তাঁর সঙ্গে একবার করে জালের দেখা পেয়েছেন টমাস মুলার ও জামাল মুসিয়ালা। তিন তারকার গোলে হের্টা বার্লিনকে হারিয়ে উড়ছে বায়ার্ন মিউনিখ।
গতরাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বুন্ডেসলিগার বার্লিনকে ৫-০ গোলে হারিয়েছে ইউলিয়ান নাগেলসমানের দল। মৌসুমে তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নেরা। আর একটিতে ড্র করেছে।
ঘরের মাঠে গতকাল পুরো ম্যাচে দাপট দেখিয়েছে বায়ার্ন। ম্যাচের ৬৪ শতাংশ বলের দখল রেখে ১৬টি শট নেয় তারা। যার মধ্যে ছয়টিই ছিল অনটার্গেটে যাওয়ার মতো। সাফল্য এসেছে পাঁচটিতে। অন্যদিকে, হের্টা বার্লিন আট শটের তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে কেবল। সাফল্য পায়নি একটিতেও।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই বায়ার্নের গোল উৎসব শুরু হয়। আড়াআড়ি পাস পেয়ে ডান পায়ের নিচু শটে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড টমাস মুলার। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। ডান প্রান্ত থেকে সতীর্থের ক্রস পেয়ে প্রতিপক্ষকে কাটিয়ে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন পোলিশ তারকা।
বিরতি থেকে ফিরেই স্কোরলাইন ৩-০ করেন মুসিয়ালা। এরপর শেষ দিকে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক নিশ্চিত করেন লেভানদোভস্কি। সঙ্গে নিশ্চিত হয় বায়ার্নের বড় জয়। লেভা দ্বিতীয় গোলটি করেন ৭০ মিনিটে। আর হ্যাটট্রিক ছোঁয়া গোলটি করেন ৮৪ মিনিটে। ফলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।