বায়ার্নের কোচ হতে পারেন ভিনসেন্ট কোম্পানি
সদ্য শেষ হওয়া মৌসুমটা ভুলে যেতে চাইবে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটি মৌসুম শেষ করে কোনো শিরোপা ছাড়াই। বুন্দেসলিগা হারিয়েছে অখ্যাত বায়ার লেভারকুসেনের কাছে। রিয়াল মাদ্রিদের কাছে হেরে বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ফলস্বরূপ, কোচ টমাস টুখেল হারিয়েছেন দায়িত্ব।
নতুন মৌসুমে নতুন কোচের সন্ধানে বায়ার্ন। জার্মান ক্লাবটির কোচ হতে পারেন বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটির সাবেক তারকা ভিনসেন্ট কোম্পানি। বর্তমানে, ইংলিশ ক্লাব বার্নলির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন ৩৮ বছর বয়সী এই তারকা। তবে, তাকে ছেড়ে দিতে আগ্রহী বার্নলি। এমনটিই আজ বৃহস্পতিবার (২৩ মে) জানিয়েছে গোল ডটকম।
খেলোয়াড়ি জীবনে তুখোড় ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করা কোম্পানি কোচ হিসেবে শুরুতেই ব্যর্থ। তার অধীনে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলি হয়েছে ১৯তম। অবনমিত হয়েছে দ্বিতীয় বিভাগে। ক্লাবটির সঙ্গে আরও চার বছরের চুক্তি থাকলেও তাই তাকে ছেড়ে দিতে চাচ্ছে তারা। অন্যদিকে, কোম্পানিকে নিতে চাইলে বার্নলিকে ক্ষতিপূরণ দিয়ে নিতে হবে বায়ার্নের। আর্থিকভাবে লাভবান হবে ক্লাবটি।
গোলের প্রতিবেদন মতে, ইতোমধ্যে কোম্পানির সঙ্গে আলোচনা চলছে বায়ার্নের। ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে বার্নলির সঙ্গে সমঝোতা চলমান জার্মান ক্লাবটির। ম্যানচেস্টার সিটির হয়ে ১১ মৌসুমে ১২টি শিরোপা জিতেছিলেন কোম্পানি। দীর্ঘদিন অধিনায়ত্ব ছিল তার কাঁধে। বেলজিয়ামকেও নেতৃত্ব দিয়েছিলেন সফল এই ফুটবলার। এমন দক্ষ কারও হাতে দলের দায়িত্ব তুলে দিতে চায় বায়ার্ন।