শ্রেয়াসের সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল ভারত
লক্ষ্যটা খুব কঠিন বড় ছিল না। জিততে হলো ভারতকে করতে হতো ২৭৯ রান। এই রান তাড়ায় ব্যাট হাতে চমৎকার ইনিংস উপহার দিলেন শ্রেয়াস আইয়ার ও ইষাণ কিষান। শ্রেয়াস করলেন সেঞ্চুরি আর কিষান খেললেন ৯৩ রানের ইনিংস। তাতে সহজেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় নিয়ে সিরিজে সমতায় ফিরল ভারত।
রাঁচিতে গতকাল রোববার রাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটে জিতেছে ভারত। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাল ভারত।
এদিন আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২৭৮ রান তোলে প্রোটিয়ারা। জবাব দিতে নেমে ২৫ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় ভারত।
প্রোটিয়াদের রান তুলতে বড় অবদান রাখেন রিজা হেনড্রিকস ও এইডেন মারক্রামের। ৭৬ বলে ৭৪ রান করেন হেনড্রিকস। অন্যদিকে মারক্রামের ব্যাট থেকে আসে ৭৯ রান।
অন্যদিকে ভারতের জয়ের ম্যাচে দারুণ ইনিংস খেললেও সেঞ্চুরি হাতছাড়া হয় কিষানের। ৮৪ বলে ৭ ছক্কা ও ৪ চারে খেলেন ৯৩ রানের ইনিংস খেলে আউট হন তিনি। অন্যদিকে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন শ্রেয়াস। ১১১ বলে ১৫ চারে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন শ্রেয়াস।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৭৮/৭ (ডি কক ৫, মালান ২৫, হেনড্রিকস ৭৪, মারক্রাম ৭৯, ক্লাসেন ৩০, মিলার ৩৫*, পার্নেল ১৬, মহারাজ ৫, ফোরটান ০*; সিরাজ ১০-১-৩৮-৩, ওয়াশিংটন ৯-০-৬০-১, শাহবাজ ১০-০-৫৪-১, আভেশ ৭-০-৩৫-০, কুলদিপ ৯-০-৪৯-১, শার্দুল ৫-০-৩৬-১)।
ভারত: ৪৫.৫ ওভারে ২৮২/৩ (ধাওয়ান ১৩, গিল ২৮, কিষান ৯৩, শ্রেয়াস ১১৩*, স্যামসন ৩০*; ফোরটান ৯-১-৫২-১, পার্নেল ৮-০-৪৪-১, রাবাদা ১০-১-৫৯-১, নরকিয়া ৮.৫-০-৬০-০, মহারাজ ৭-০-৪৫-০, মারক্রাম ৩-০-২২-০)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।