সতীর্থদের পারফরম্যান্সে খুশি কিউই অধিনায়ক
সাত পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত গ্রুপ ‘এ’ তে শীর্ষ দল নিউজিল্যান্ড। তবুও সেমিফাইনাল নিশ্চিত হয়নি তাদের। অপেক্ষা করতে হচ্ছে অস্ট্রেলিয়া-আফগানিস্তান এবং শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচের জয়-পরাজয়ের।
আজ শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে কিউইরা। খেলা শেষে দলীয় পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। তিনি বলেছেন, ‘একটি ভালো দলের পারফরম্যান্স বলতে যা বোঝায় সেটি করা আমাদের প্রয়োজন ছিল। আমরা জানতাম আয়ারল্যান্ড কী করতে পারবে। তারা চমকপ্রদ ক্রিকেট খেলেছে। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলেছি এবং ভালো ফল করেছি।’
উইলিয়ামসন আরও বলেছেন, ‘আমাদের ওপেনাররা ভালো শুরু করতে পেরেছেন। ছেলেরা পুরো ইনিংস জুড়ে ভালো খেলেছে এবং সুন্দরভাবে সমন্বয় করেছে। বোলাররা সেই সমন্বয়গুলো করতে পেরেছে মাঝের ওভারগুলোতে। পেসারদের ঘাটতি হলে স্পিনাররা সেটি পূরণ করার চেষ্টা করেছে। সব মিলিয়ে সকলেই সুন্দরভাবে সমন্বয় করতে পেরেছে এবং খেলায় ফিরেছে।’
আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিও সন্তুষ্টি নিয়ে বলেছেন, ‘ছেলেরা সত্যিই ভালো খেলেছে। তাদের প্রচেষ্টায় আমরা খুশি। আমরা বেশ ভালো বোলিং করেছি। কিন্তু টুর্নামেন্টে আমাদের ফিল্ডিং কিছুটা খারাপ হয়েছে। সে জায়গায় আমরা উন্নতি করার চেষ্টা করছি।’