সাকিবদের কঠিন লক্ষ্য দিল মুস্তাফিজের কুমিল্লা
তরুণ ব্যাটার মাহমুদুল হাসানের উড়ন্ত ব্যাটিংয়ে খুব বড় পুঁজির আভাস দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে সেই লক্ষ্যে পুরোপুরি সফল না হলেও ফরচুন বরিশালকে বেশ চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে কুমিল্লা। নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়া বরিশালের জয়ের ছন্দে ফিরতে চাই ১৫৯ রান।
আজ মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই ওপেনার মাহমুদুল ও ক্যামেরন ডেলপোর্টের ব্যাটে দারুণ শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ওপেনিং জুটিতে দুজন মিলে তোলেন ৩৩ রান।
চতুর্থ ওভারে ডেলপোর্টকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাঈম হাসান। নাঈমের স্পিনে উইকেটকিপার নুরুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কুমিল্লার ওপেনার। ১৩ বলে ১৯ করে সাজঘরে ফেরেন ডেলপোর্ট।
তিনে নামা কুমিল্লার তারকা ব্যাটার ফাফ ডু প্লেসি খুব একটা সুবিধা করতে পারেননি। থিতু হওয়ার আগেই তাঁকে বিদায় করেন সাকিব আল হাসান। ১১ বল মোকবিলা করে ৬ রান করেন প্রোটিয়া তারকা। এরপর ব্রাভোর বলে কাটা পড়েন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
টানা তিন উইকেট হারালেও উইকেটে দারুণ ছন্দে ছিলেন মাহমুদুল। ব্যক্তিগত হাফসেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। তবে লক্ষ্যে পৌঁছাতে পারেননি। ৪৮ রানের মাথায় তাঁর প্রতিরোধ ভাঙেন লিন্টট। ৩৫ বলে ছয় বাউন্ডারি ও এক ছাক্কায় সাজানো ছিল তাঁর ইনিংসটি।
মাহমুদুল ফিরলে শেষ দিকে মুমিনুল-নাহিদুলদের ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে ফরচুন বরিশালকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
বরিশালের হয়ে বল হাতে ২৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। তাঁর সঙ্গে তিনটি নিয়েছেন ব্রাভো।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস : ২০ ওভারে ১৫৮/৭ (ডেলপোর্ট ১৯, মাহমুদুল ৪৮, ডু প্লেসি ৬, কায়েস ১৫, মুমিনুল ১৭, অঙ্কন ৮, নাহিদুল ০, জান্নাত ২৯, শহিদুল ৫; সাকিব ৪-০-২৫-২, নাঈম ৩-০-৩১-১, তাইজুল ৩-০-২২-০, ব্রাভো ৪-০-৩০-৩, জিয়াউর ২-০-২৭-০, জ্যাক ৪-০-১৮-১)।