সাকিব ঝড়ে বরিশালের বড় সংগ্রহ
দিনের প্রথম ম্যাচ ছিল লো স্কোরিং। রান নিতে ভুগতে হয়েছে ঢাকা-খুলনা দুদলকেই। কিন্তু দ্বিতীয় ম্যাচেই উল্টো চিত্র। দুর্দান্ত ব্যাটিংয়ে শেরেবাংলায় ঝড় তুলেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটিং ঝড়ে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল।
বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (৭ জানুয়ারি) গতবারের রানার্সআপ ফরচুন বরিশাল মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্সের। নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল। আগে ব্যাটিংয়ের সুবিধাটা ভালোভাবেই কাজে লাগায় বরিশাল। সাকিব আল হাসানের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে তারকাবহুল দলটি।
বরিশাল-সিলেটের লড়াই অনেকটা সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজার। টসের লড়াইয়ে জিতে ব্যাটিংয়ে আসে সাকিবরা। ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন এনামুল হক ও চতুরাঙা ডি সিলভা। ২৯ রান করে এনামুল ও ৩৬ রান করে সিলভা আউট হলে ৭৩ রানে ২ উইকেট হারায় বরিশাল।
এরপরের পুরোটা সময়জুড়ে কেবল সাকিব আল হাসান শো। বিপিএল শুরুর আগে বিতর্ক উসকে দেওয়া সাকিব মাঠে ছিলেন সপ্রতিভ। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৩২ বলে ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ৭ চার ও ৪ ছয়ে সাজানো ইনিংস থামে মাশরাফীর বলে মোহাম্মদ আমিরের হাতে ক্যাচ তুলে। যা করার এর আগেই তা করে দিয়ে যান সাকিব।
সিলেটের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার মাশরাফীর। যদিও ছিলেন বেশ খরুচে। ৪ ওভারে দেন ৪৮ রান। মোহাম্মদ আমির ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও আরেক পাকিস্তানি ইমাদ ওয়াসিম ২৭ রান দিয়ে নেন ১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর : বরিশাল ২০ ওভারে ১৯৪/৭। (ডি সিলভা ৩৬, এনামুল ২৯, ইফতেখার ১৩, সাকিব ৬৭, মাহমুদউল্লাহ ১৯, হায়দার ৩, মিরাজ ১, জান্নাত ১৭* ; মাশরাফী ৪-০-৪৮-৩, আমির ৪-০-৩১-০, ইমাদ ৪-০-২৭-১, রেজাউর ৪-০-৩২-১, পেরেরা ৩-০-৩৮-১, কলিন ১-০-১৬-১)।