সাকিব-তামিমের সম্পর্কে ফাটল, সমাধানের চেষ্টায় ব্যর্থ পাপন!
সাকিব আল হাসান, বাংলাদেশের সেরা ক্রিকেটার তো বটেই, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। রানের বিচারে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। তবে এই দুই ক্রিকেটারের সম্পর্কের তিক্ততা নিয়ে আলোচনা কম হয়নি। তবে এবার সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে অবাক করার মতো তথ্য দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাকিব-তামিম উভয়েই হাজির হয়েছিলেন। তবে সেখানে একজন আরেকজনের সঙ্গে কথা বলেননি। যা নজর এড়ায়নি ভক্তদের। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে জোরোলো হয় সাকিব-তামিমের দ্বন্দ্ব ইস্যু। এই দুই ক্রিকেটারের দ্বন্দ্বের কথা অজানা নয় বিসিবি সভাপতি পাপনের। সমাধানের চেষ্টা করেও ব্যর্থ তিনি।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আমি আপনাকে বলতে পারি, এটা কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়। এই ব্যাপারটা (সাকিব ও তামিমের মধ্যে সম্পর্ক) এমন নয় যে আমি সমাধানের চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গে কথা বলেছি এবং বুঝেছি তাদের যে সমস্যাগুলো আছে, তা নিষ্পত্তি করা সম্ভব নয়। এটা আমার পর্যবেক্ষণ।’
বিসিবিপ্রধান আরও যোগ করেন, ‘তাদের (সাকিব ও তামিম) উভয়কে একটা বার্তা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি জানি না তোমাদের মধ্যে কী চলছে, তবে তোমরা যে ম্যাচ বা সিরিজ খেলছো সেখানে যেন এই সমস্যাগুলো সামনে না আসে। তারা দুজনেই এমন শর্ত মেনে চলার আশ্বাস দিয়েছেন।’
পাপন জানান আগে থেকে বর্তমানে ড্রেসিংরুমের পরিবেশ কিছুটা উন্নতি হয়েছে, ‘তাদের (সাকিব ও তামিম) মাঠে এবং ড্রেসিংরুমে কথা বলতে হয়। ড্রেসিংরুমের পরিবেশটা খারাপ ছিল, তবে কিছুটা উন্নতি হয়েছে। এই ইংল্যান্ড সিরিজ থেকেই আমি তাদের সম্পর্কে পরিবর্তন চাই। তারা বাইরে যা করে তা আমার জন্য চিন্তার বিষয় নয়।’
এছাড়াও দলে গ্রুপিং সমস্যার সমাধান নিয়ে পাপন বলেন, ‘এই গ্রুপিং বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা ও বাস্তবতা। আমার আর অন্য কিছুতে সমস্যা নেই। আমি এই গ্রুপিং সম্পর্কে শঙ্কায় এবং কিছুদিন আগেই আমি এই বিষয়ে জানতে পেরেছি। বিশ্বকাপে ওদের হোটেলে থাকার পরও যা দেখেছি শুনেছি, বিশ্বাস করতে পারছি না। একটা জিনিস সবার মনে রাখার দরকার দলে এই ধরনের গ্রুপিং চলতে পারে না।’