সাফল্যে উচ্ছ্বসিত সাব্বির
টুর্নামেন্টের শুরুতে একেবারেই বাজে পাফরম্যান্স ছিল সাব্বির রহমানের। ফলে ধারাবাহিক ব্যর্থতায় একাদশ থেকে ছিটকে পড়েন তিনি। কয়েক ম্যাচ পর জেমকন খুলনার বিপক্ষে সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভুলেননি আলোচিত এই ব্যাটসম্যান। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে দারুণ একটি ইনিংস খেলে ঢাকাকে জিতিয়েছেন সাব্বির।
আজ বৃহস্পতিবার খুলনার বিপক্ষে ৩৮ বলে ৫৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেন সাব্বির। তাঁর এই ইনিংসে ওপর ভর করে মাশরাফীদের ২০ রানে হারিয়েছে ঢাকা। তাই ম্যাচসেরা হয়েছেন সাব্বির। সুযোগ দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট, কোচ ও অধিনায়ক মুশফিকুর রহিমকে ধন্যবাদ জানান এই ডানহাতি ব্যাটসম্যান।
এ ব্যাপারে সাব্বির বলেন, ‘আমি প্রথমে ধন্যবাদ জানাই আল্লাহকে। এরপর টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। কোচ এবং অধিনায়ককেও ধন্যবাদ আমাকে ভরসা করে এই জায়গাটায় খেলার সুযোগ দেওয়ার জন্য। চেষ্টা করেছি নিজের খেলাটা খেলার জন্য। দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পেরেছি বলে ভালো লাগছে।'
ব্যাট হাতে সাব্বির ছাড়া ভালো করেছেন মোহাম্মদ নাঈম ও আকবর আলী। এ প্রসঙ্গে সাব্বির বলেন, 'সত্য কথা বলতে নাঈম যে সময় খেলেছে এটা অনেক ভালো মোমেন্টাম ছিল আমাদের জন্য। একটা ওভারে আমরা যদি বেশি রান নিতে পারি তখন অনেক বড় মোমেন্টাম তৈরি করে। আর আকবর যে মোমেন্টাম তৈরি করেছে, তা একটা বড় অর্জন আমাদের জন্য। পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’