সিলেটে বাঁচা-মরার লড়াই
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হচ্ছে আগামীকাল সোমবার। আসরের শীর্ষ চারে থাকার লক্ষ্য নিয়েই সিলেট পর্বে মাঠে নামবে দলগুলো। এই পর্বে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ চারে থাকতে হলে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সিলেট পর্ব শেষে ঢাকায় ফিরবে দলগুলো।
কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে সিলেট পর্ব শুরু হবে। এই দুই দল শীর্ষে আছে। দুই দলেই সমান ৯ পয়েন্ট করে নিয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে কুমিল্লা।
দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সানরাইজার্স মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। তলানিতে থাকা স্বাগতিক সিলেটের জন্য ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হারলে শীর্ষ চারে থাকার সুযোগ ক্ষীণ হয়ে যাবে তাদের। ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে খুলনা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংল্যান্ডের ক্রিকেটার উইল জ্যাকস ২৮০ রান করে ব্যাটিং তালিকায় সবার শীর্ষে রয়েছেন। মিনিস্টার গ্রুপ ঢাকার তামিম ইকবাল ২৬২ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন।
উইকেট শিকারে শীর্ষে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুস্তাফিজুর রহমান। পাঁচ ম্যাচে ১১ উইকেট শিকার করেন তিনি। ছয় ম্যাচে ১১ উইকেট নিয়েছেন খুলনার কামরুল ইসলাম রাব্বি। ছয় ম্যাচে ১০ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে ১৩৭ রান করেছেন সাকিব।