সুয়ারেজকে ছেড়ে দেওয়া ছিল বার্সার পাগলামি : মেসি
গত ছয় বছর লুইস সুয়ারেজের সঙ্গে বার্সেলোনায় দারুণ সময় কাটিয়েছেন লিওনেল মেসি। এ জুটিতে ভর করে অনেক শিরোপা এসেছে বার্সা শিবিরে। কিন্তু চলতি মৌসুমে বার্সায় সুয়ারেজের প্রয়োজন ফুরিয়ে গেছে। সুয়ারেজকে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে বিক্রি করে দিয়েছে বার্সেলোনা। অনেকটা জোর করেই ফ্রি ট্রান্সফার ফিতে ক্লাব থেকে উরুগুয়ে স্ট্রাইকারকে বের করে দিয়েছে বার্সা।
ক্লাবের এমন কাজে হতাশ মেসি। প্রিয় বন্ধুকে হারানোর প্রতিক্রিয়া তখনই জানিয়েছিলেন তিনি। আরেকবার মেসির মুখে শোনা গেল, সুয়ারেজকে নিয়ে আক্ষেপের কথা। আর্জেন্টাইন তারকার মতে, সুয়ারেজকে ছেড়ে দেওয়া ছিল বার্সেলোনার পাগলামি।
বড়দিন উপলক্ষে স্প্যানিশ টেলিভিশন লাসেক্সতাকে দেওয়া সাক্ষাৎকারে সুয়ারেজের ক্লাব ছাড়ার প্রসঙ্গ তোলেন মেসি। বার্সা তারকা বলেন, ‘ওই ঘটনার আগেই আমি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সুয়ারেজের জন্য খুব খারাপ লেগেছিল। তাঁর সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল, সে যেভাবে দল ছেড়েছিল– সেটা আমার কাছে পাগলামি মনে হয়েছে। সে ফ্রি ট্রান্সফারে গেছে এবং এমন একটা দলে গেছে যারাও আমাদের মতো একই লক্ষ্যে (লা লিগার জন্য) লড়াই করছে।’
এর আগে গত সেপ্টেম্বরে সুয়ারেজের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে মেসি লিখেন, ‘আমি ভাবছিলাম তোমাকে ছাড়া ড্রেসিংরুম কেমন হবে। কিন্তু যখন আমি আজ ড্রেসিংরুমে গেলাম, এটা সত্যিই আমার কাছে অবিশ্বাস্য ঠেকেছে। মাঠ ও মাঠের বাইরে তোমার সঙ্গে সময় না কাটিয়ে থাকা আমার জন্য অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। আমরা সবাই তোমাকে অনেক বেশি মিস করব। আমরা একসঙ্গে অনেক বছর খেলেছি, অনেক লাঞ্চ ও ডিনারের সঙ্গী ছিলাম। অনেক মুহূর্ত রয়েছে, যা আমরা কোনোদিনও ভুলব না; একসঙ্গে কাটানো সময়গুলো কিছুতেই ভোলা সম্ভব নয়।’