স্পেনে বন্ধুর বিয়েতে মেসি
বার্সেলোনার সতীর্থ জর্দি আলবার বিয়েতে যোগ দিতে স্পেনে গেছেন পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত শুক্রবার আলবা এবং তাঁর বান্ধবী রোমারে ভেঞ্চুরার বিয়ে হয়। তাঁর বন্ধু ও সতীর্থরা অনুষ্ঠানে যোগ দেন।
মার্কার খবরে জানা গেছে, অনুষ্ঠানে লিওনেল মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তাদের তিন সন্তানের সঙ্গে সেই অনুস্ঠানে যোগ দেন। আলবার বিয়েতে মেসির সঙ্গে যোগ দেন আরেক তারকা খেলোয়াড় সেস্ ফাব্রিগাস। দুজনে একই গাড়িতে করে যান।
মেসি স্পেনে যাওয়ায় তাঁর ভক্তরা দেখতে যান। সংবাদমাধ্যের লোকজনও উপস্থিত হন। কিন্তু তিনি দ্রুত গাড়িতে উঠে চলে যান অতিথিদের জন্য ঠিক করা হোটেলে।
আলবার স্ত্রী স্পেনের মডেল ও ইনস্টাগ্রাম তারকা। সাত বছর আগে তাঁদের পরিচয় এবার তাঁদের পরিণয় হয়েছে। দুজনে থাকছেন বার্সেলোনায়। বিয়ের আয়োজন হয় সেভিয়াতে।