নাদাল-জোকোভিচ-সেরেনার শুভসূচনা
ভেনাস উইলিয়ামস ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়লেও সহজ জয় পেয়েছেন তাঁর ছোট বোন সেরেনা। জিতেছেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল এবং বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচও।
দারুণ ছন্দে থাকা জোকোভিচ ৬-২, ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন ফিনল্যান্ডের ইয়ারকো নিয়েমিনেনকে। রোলাঁ গারোতে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন নাদালও জিতেছেন সরাসরি সেটে। এই স্প্যানিশ তারকা ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন ইতালির কন্তিন হেলিসাকে।
মহিলা এককে সরাসরি সেটে জিতেছেন র্যাঙ্কিংয়ের এক নম্বর সেরেনা উইলিয়ামসও। চেক প্রজাতন্ত্রের আন্দ্রেয়া হালাভাচকোভাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।
দশম শিরোপার লক্ষ্যে ফ্রেঞ্চ ওপেন খেলতে আসা নাদালের সময়টা তেমন ভালো যাচ্ছে না। এ বছর মাত্র একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া নাদাল নেমে গেছেন র্যাঙ্কিংয়ের সাত নম্বরে। জোকোভিচের ঠিক বিপরীত অবস্থা। অস্ট্রেলিয়ান ওপেন জিতে বছর শুরু করা সার্বিয়ান তারকা চ্যাম্পিয়ন হয়েছেন ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি, মন্টে কার্লো আর রোম মাস্টার্সেও। র্যাঙ্কিংয়ের শীর্ষে মজবুত অবস্থানে থাকা জোকোভিচের সামনে আরেকটি দুর্দান্ত অর্জনের হাতছানি। ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিততে পারলে দীর্ঘ দিন পর বছরের প্রথম দুটো গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হবেন তিনি। ২৩ বছর আগে সর্বশেষ এই কৃতিত্ব দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের জিম কুরিয়ার।