পিএসএলে এবার মাহমুদউল্লাহর নাম
মাত্র কয়দিন আগেই একটি দুঃসংবাদ পেয়েছিলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পেশোয়ার জালমি দল থেকে বাদ দিয়েছে এই বাংলাদেশি অলরাউন্ডারকে। তাঁর বদলে তারা দলে নিয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান তিলকারত্নে দিলশানকে। অবশ্য এবার একটি সুসংবাদ পেয়েছেন মাহমুদউল্লাহ। পিএসএলের আরেক দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স তাঁকে দলভুক্ত করেছে।
আজ রোববার এক টুইট বার্তায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ঘোষণা দিয়েছে, এ মৌসুমের জন্য বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদউল্লাহকে দলভুক্ত করেছে তারা।
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ব্র্যাড হজ পিএসএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন, পারিবারিক কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ানোয় মূলত মাহমুদউল্লাহকে দলে নেয় পাকিস্তানি দলটি। যদিও তারা দলে নিতে চেয়েছিল আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নবীকে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পিএসএল শুরু হওয়ায় আসরের শুরুতে কোনো বাংলাদেশিকে পাচ্ছে না তারা। কারণ, একই সময় বাংলাদেশ দল ভারত সফরে থাকবে। কোহলির দলের বিপক্ষে তারা খেলবে একটি টেস্ট।
এবারের পিএসএলে আরো খেলবেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবালও, পেশোয়ারের হয়ে। গত আসরে এ দলটির হয়ে ছয় ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি ওপেনার। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হওয়ার পর দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন তামিম।
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত শারজা ও দুবাইতে এই টুর্নামেন্ট বসছে। অবশ্য ফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।