কোচের পরামর্শেই মিরাজের উইকেট?
প্রথম ওভারেই ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ১৭৮ রানের জুটি গড়ে দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয়। খেলায় ফিরতে বাংলাদেশের প্রয়োজন ছিল একটি উইকেট। কিন্তু সেটা কিছুতেই পাচ্ছিলেন না বাংলাদেশের বোলাররা।
৫১তম ওভারে এসে অবশেষে সেই কাঙ্ক্ষিত সাফল্যটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দারুণ এক ডেলিভারিতে কট বিহাইন্ড করেছেন চেতেশ্বর পূজারাকে। শতকের অনেক কাছাকাছি গিয়েও ৮৩ রানে সাজঘরে ফিরতে হয়েছে ভারতের এই ডানহাতি ব্যাটসম্যানকে।
এর ঠিক আগের ওভারেই মিরাজ নিয়েছিলেন পানি পানের বিরতি। বাউন্ডারি লাইনের বাইরে বসে পানি খাওয়ার সময় মনোযোগ দিয়ে শুনছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথা। মিরাজকে কী যেন একটা বোঝানোর চেষ্টা করছিলেন শ্রীলঙ্কান এই কোচ। এর ঠিক পরের ওভারেই বোলিং করতে আসেন মিরাজ। ওভারের পঞ্চম বলেই পেয়ে যান সাফল্য। আউট করেন পূজারাকে।
মিরাজ ও হাথুরুসিংহের মধ্যে ঠিক কী কথাবার্তা হয়েছিল, তা নিশ্চিতভাবে বলার কোনো উপায় নেই। কিন্তু সেই কথোপকথনের পরের ওভারেই বোলিং করতে এসে উইকেট পেয়ে যাওয়ায় প্রশ্নটা উঠেই যাচ্ছে যে, তাহলে কী কোচের পরামর্শ শুনেই মিরাজ পেয়েছিলেন কাঙ্ক্ষিত সেই উইকেটটি? ভেঙেছিলেন পূজারা-বিজয়ের ১৭৮ রানের জুটি?