এখনো আমরা বড় দল নই : নাসির
গত বছরের শেষ দিক থেকেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দুর্দান্ত সাফল্য। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়, বিশ্বকাপে অসাধারণ সাফল্য, পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর ভারতের বিপক্ষেও সিরিজ জিতে আরেকটি হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে মাশরাফির দল। ক্রিকেট-দুনিয়ায় তাই অনেকের বিশ্বাস, বাংলাদেশ এখন বড় দল। নাসির হোসেন অবশ্য এখনই নিজেদের বড় দল বলে মনে করছেন না।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে উপলক্ষে সংবাদ সম্মেলনে তার কারণও জানালেন এই অলরাউন্ডার, ‘বেশ কিছু দিন ধরেই বাংলাদেশ দল ভালো খেলছে। তবে এখনই বাংলাদেশকে বড় দল বলা যাবে না। কারণ আমাদের বেশির ভাগ সাফল্যই দেশের মাটিতে।’
নাসির মনে করেন, টানা কয়েক বছর ভালো খেললেই বাংলাদেশকে বড় দলের সারিতে রাখা যাবে, ‘বড় দল হতে গেলে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। দু-তিন বছর ধারাবাহিকভাবে ভালো খেলতে পারলেই বলা যাবে বাংলাদেশ দল ভালো অবস্থায় আছে।’
তাই বলে বাংলাদেশ দলের বর্তমান সাফল্য নিয়ে কম গর্বিত নন নাসির, ‘ইদানীং বাংলাদেশ দল ভালো খেলছে। এটাকে মোটেও খাটো করে দেখা যাবে না। প্রায় এক বছর ধরে আমরা ভালো খেলছি। বিশ্বকাপে আমাদের সাফল্য ছিল নজরকাড়া। এসব সাফল্য কোনো অংশে কম নয়।’