হোয়াইটওয়াশের কথা ভাবছেন না নাসির
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। এখন বাংলাদেশের সামনে ভারতকে হোয়াইটওয়াশের হাতছানি। নাসির হোসেন অবশ্য হোয়াইটওয়াশ নিয়ে চিন্তা করে অযথা চাপ নিতে রাজি নন। যদিও শেষ ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের অভাব নেই তাঁর মনে।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে উপলক্ষে সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘হোয়াইটওয়াশ নিয়ে মোটেও ভাবছি না আমরা। আমাদের এখন একমাত্র লক্ষ্য শেষ ম্যাচেও জয় পাওয়া। শেষ ম্যাচেও জয় নিয়েই আপাতত ভাবনা আমাদের। অন্য কিছু আমাদের ভাবনায় নেই।’
বুধবারও জিতে শেষটা রাঙিয়ে রাখার লক্ষ্যের কথা জানিয়ে নাসির বলেন, ‘মাত্রই টিম মিটিং শেষ করে এখানে এলাম। আজকের মিটিংয়ে শেষ ম্যাচ জেতার কথা গুরুত্ব সহকারে আলোচনা করেছি আমরা। প্রথম দুই ম্যাচ হেরে গেলেও শেষ ম্যাচে জেতার জন্য যেভাবে খেলতাম, বুধবার ঠিক সেভাবেই খেলব আমরা।’
হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া ভারত যেভাবেই হোক শেষ ম্যাচ জিততে চাইবে। ‘টিম ইন্ডিয়া’কে টানা তৃতীয় ম্যাচে হারানোর পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে নাসির বলেন, ‘এটা ঠিক যে ভারত এই ম্যাচে জিততে দৃঢ় প্রতিজ্ঞ। এবার তাদের মোকাবিলার জন্য আমরা ভিন্ন পরিকল্পনা নিয়েছি।’
সবশেষে বাংলাদেশ দলের প্রত্যেকের আত্মবিশ্বাস যে এখন তুঙ্গে, তা জানাতেও ভোলেননি এই আক্রমণাত্মক ব্যাটসম্যান, 'পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জেতার পর আমাদের মনোবল আরো তুঙ্গে। আশা করি শেষ ম্যাচেও আমরা ভালো করব।’