ভালো খেলার পুরস্কার পেয়েছে বাংলাদেশ, বললেন সৌরভ
একদিন হলো ভারতের ক্রিকেট দল ফিরেছে দেশে। সংবাদমাধ্যমে বাংলাদেশ সফরের হার নিয়ে কাটাছেঁড়া অব্যাহত রয়েছে। বাংলাদেশের কাছে হারের কারণ হিসেবে এবার উঠে আসতে শুরু করেছে টিম ইন্ডিয়ার অন্দরের ফাটলের গল্পও। ক্রিকেটবোদ্ধাদের অনেকে আবার বলতে শুরু করেছেন, ড্রেসিং রুমে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির ঠান্ডা লড়াইয়ের প্রভাব পড়েছে নাকি বাইশ গজে!
তবে বাংলাদেশের কাছে হারের লজ্জা ঢাকতে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যে তত্ত্বই খাড়া করুন না কেন, ওই সবে একেবারেই আমল দিতে রাজি নন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আজ শুক্রবার সকালে দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ভালো খেলার পুরস্কার পেয়েছে। এ নিয়ে কোনো সংশয় নেই।
ভারতীয় ক্রিকেটের ফাটলের কথা উড়িয়ে দিয়ে সৌরভ বলেন, ‘কোনো দল যখন খারাপ পারফর্ম করে হারে, তখন এই ধরনের অনেক কথা শোনা যায়। আমি বিশ্বাস করি না, ভারতীয় দলের অন্দরে কোনো সংঘাত চলছে। এসব স্রেফ বানানো কথা।’
প্রিন্স অব ক্যালকাটা বলে পরিচিত ভারতের এই সাবেক অধিনায়ক মনে করেন, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলার কারণেই জিতেছে। পাশাপাশি ধোনির চার নম্বরে ব্যাট করতে নামার সিদ্ধান্তও সঠিক বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, গত বুধবার ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচ শুরুর আগে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির এক বিস্ফোরক মন্তব্য ঘিরে নানা জল্পনা তৈরি হয়। কোহলি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমরা দ্বিধাগ্রস্ত ছিলাম। যেটা মাঠেও বোঝা গিয়েছে।’