ইংল্যান্ডকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের : বেল
প্রস্ততি যেমনই হোক না কেন এখন আর পেছনের আলোচনার সুযোগ নেই। বৃহস্পতিবার শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির মূলপর্ব। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স যতোই বাজে হোক না কেন ঘরের মাটিতে ইংলিশরা কিন্তু অন্য যেকোনো দলের চেয়ে শক্তিশালী। তবে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ইয়ান বেল মনে করেন, সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে বাংলাদেশকে ছোট করে দেখার কিছু নেই। ঘরের মাটিতেও ইংলিশদের হারানোর ক্ষমতা আছে টাইগারদের।
আইসিসির ওয়েবসাইটে লেখা এক কলামে ইয়ান বেল বলেন, ‘বাংলাদেশকে অবহেলা করার কিছু নেই। আমরা সবাই জানি, দলটা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে।
ইংল্যান্ডের এখন নিজেদের সক্ষমতা নিয়ে ভাবা উচিত।’ বেলের বিশ্বাস এবার ২০১৫ সালে বিশ্বকাপে হারের বদলা নিতে পারবে ইংল্যান্ড। সাবেক এই ব্যাটসম্যান এটাও স্মরণ করিয়ে দেন যে, সুযোগ পেলে ছেড়ে কথা বলবে না বাংলাদেশও। তিনি বলেন, ‘আমাদের এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নিয়েই ভাবা উচিত। আমি অনেকবারই বলেছি, এই ম্যাচটা জিতে ২০১৫ সালে বিশ্বকাপে হারের বদলা নিতে পারি আমরা তবে নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশও এক বিন্দু ছাড় দেবে না।’
চ্যাম্পিয়নস ট্রফিতে এখন সবাই ইংল্যান্ডের পক্ষে কথা বললেও বেল মনে করছেন ঘরের মাঠেও তাদের হারাতে সক্ষম বাংলাদেশ। তিনি বলেন, ‘আবারও বলছি, বাংলাদেশ আগেও আমাদের হারিয়েছে এবং এই ম্যাচেও তারা জিততে পারে। ইংল্যান্ড যদি টুর্নামেন্টটা জিততে চায় তাহলে এই ম্যাচটা জেতা তাদের জন্য খুবই দরকার এবং আমি আশা করছি ইংল্যান্ডই জিতবে।’