মরগান কি আউট ছিলেন?
চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে হার বরণ করতে হয়েছে বাংলাদেশকে। ইংল্যান্ডকে ৩০৫ রানের লক্ষ্যমাত্রা দিয়েও শেষতক রক্ষা হয়নি টাইগারদের। মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক ইংল্যান্ড। তবে ম্যাচ শেষে বাংলাদেশের হারের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে ওঠে মাশরাফির বলে তামিমের নেওয়া ইয়ন মরগানের ক্যাচটি। ফিল্ড আম্পায়ার ও টিভি আম্পায়ার দুপক্ষই বাংলাদেশের আবেদন নাকচ করে দেন। তবে আম্পায়ারের এ সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি তামিম।
বাংলাদেশের দেওয়া ৩০৬ রান তাড়া করতে গিয়ে ততক্ষণে ম্যাচটা মোটামুটিভাবে নিজেদের দিকেই নিয়ে চলে গেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ইনিংসের সেটি ৩৬তম ওভার। জয়ের জন্য তখনো ৮৬ বলে ১০২ রান দরকার ইংল্যান্ডের। রুট ৮৩ ও মরগান ২২ রানে ক্রিজে রয়েছেন। আবার নিজের হাতে বল তুলে নিলেন অধিনায়ক মাশরাফি। ওভারের চতুর্থ বলটা মাঠছাড়া করতে চেয়েছিলেন মরগান। তবে লংঅনে দুর্দান্ত এক ক্যাচ ধরলেন তামিম। আম্পায়ারদের সংশয় দেখে নিজে আঙুল তুলে বিষয়টি নিশ্চিতও করেন তিনি।
এতে অবশ্য মন গলেনি আম্পায়ারের। তিনি নিজে নটআউটের ঘোষণা দেন, যাতে বেনিফিট অব ডাউট ব্যাটসম্যানের পক্ষে যায়। টিভি রিপ্লে দেখে ব্রুস অক্সেনফোর্ডও নটআউট ঘোষণা করেন মরগানকে। তবে বিষয়টি হজম করতে পারেননি তামিম। আম্পয়ারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান তিনি।
মরগানের এই ক্যাচ নিয়ে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা চলছে। অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট তা২র টুইটারে বলেন, ‘এটা আউট ছিল। ভিডিওটা রিভিউ করে দেখা দরকার।’ ডেইলি মেইলের ক্রিকেট প্রতিবেদন পল নিওম্যানও মানছেন, তামিম পরিষ্কারভাবেই ক্যাচটি নিয়েছিলেন। তামিম দারুণ একটি ক্যাচ নিয়েছিলেন।’ কেবল তাই নয়, ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক মাইকেল ভনও স্বীকার করেছেন যে মরগান আউট ছিলেন।