আবার ম্যাথুসের চোট, লঙ্কানদের নেতৃত্ব দেবেন থারাঙ্গা
‘পুচকে’ স্কটল্যান্ডের সঙ্গে হেরে এবারের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করেছিল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও বড় ব্যবধানে হারে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। তবে ১০৬ বলে ৯৫ রানের চমৎকার এক ইনিংস খেলে আসরে লঙ্কানদের সম্ভাবনাটা জানান দিচ্ছিলেন ম্যাথিউস। টুর্নামেন্ট শুরু আগে দলটির সেই শেষ প্রদীপটিও নিভে যেতে বসেছে। আবার ইনজুরিতে পড়েছেন ম্যাথিউস। প্রথম ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি এই তারকা অলরাউন্ডারের। তাঁর পরিবর্তে উপুল থারাঙ্গা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন।
শ্রীলঙ্কা দলের পক্ষ থেকে জানো হয়েছে, ‘মাংসপেশিতে ব্যথা পেয়েছেন ম্যাথুস। রেডিওগ্রাফি করে দেখা গেছে, সুস্থ হতে কমপক্ষে তিনদিন সময় লাগতে পারে। এই কারণে প্রথম ম্যাচে ম্যাথুসের খেলার সম্ভাবনা একেবারে ক্ষীণ।’ তবে ৮ জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনি মূল একাদশে থাকবেন বলে লঙ্কান ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে।
গত জানুয়ারি মাস থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন এই ক্রিকেটার। পায়ে চোটের কারণে গত বছর জিম্বাবুয়ে সিরিজেও দলের সঙ্গে ছিলেন না তিনি। দলের সবচেয়ে বড় তারকার চোটে এই মুহূর্তে বেশ চাপে পড়ে গেল শ্রীলঙ্কা। দলটির সাম্প্রতিক পারফরম্যান্স একেবারে ভালো নয়। কিছুদিন আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ভাগাভাগি করেছে দলটি।