‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ’
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তিন শতাধিক রান গড়লেও বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হেরেছিল বাংলাদেশ। এখন আলোচনা শুরু হয়ে গেছে দ্বিতীয় ম্যাচে কেমন করবে বাংলাদেশ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলে অনেকেই হয়তো খুব বেশি আশাবাদী হয়ে উঠতে পারছে না। তবে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বিশ্বাস, অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্যই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
আগে যে রকম বাজে ক্রিকেট খেলত বাংলাদেশ, সে অবস্থা থেকে এখন অনেকটাই কাটিয়ে উঠেছে বলেও মনে করেন নান্নু। আজ শনিবার এনটিভির বিশেষ আয়োজন ব্যাটেল অব চ্যাম্পিয়নসে তিনি বলেন, ‘এর আগে ত্রিদেশীয় সিরেজে যথেষ্টই ভালো খেলেছি আমরা। এখন চ্যাম্পিয়নস ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরে খেলছে দল। যেখানে অনেক বেশি মানসিক চাপ থাকে। এমন আসরে ভালো খেলা খুব একটা সহজ নয়। আমাদের খেলোয়াড়রা এখন যথেষ্টই অভিজ্ঞ। ভালো কিছু করার সামর্থ্য রয়েছে তাদের। তা ছাড়া আগের মতো বাজে অবস্থা এখন আর নেই দলের। ধারাবাহিক সাফল্য পেয়ে সে অবস্থা থেকেই অনেকটাই কাটিয়ে উঠেছে।’
তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলোদেশ ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস দলের প্রধান নির্বাচকের, ‘আগের ম্যাচে বাংলাদেশ হেরেছে ঠিক, কিন্তু যথেষ্টই ভালো খেলেছিল। খেলোয়াড়রাও বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তাই সামনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে।’
দল ঘুরে দাঁড়ালে তখন সমালোচনাও বন্ধ হবে বলেও মনে করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়কের, ‘দল সাফল্য পেলে, তখন আর ত্রুটিগুলো আলোচনা হবে না। এটা হচ্ছে না বা এটি হলে ভালো হতো—এমনটা কথা কেউ বলবে না তখন।’
আগের ম্যাচে তামিম ইকবালের করা সেঞ্চুরি পরের ম্যাচে তরুণ খেলোয়াড়দের বেশ উজ্জীবিত করবে বলেও বিশ্বাস নান্নুর, ‘প্রথম ম্যাচে তামিম অসাধারণ একটা ইনিংস খেলেছে। আমি দেখেছি সে খুবই সতর্কতার সঙ্গে ইনিংসটি খেলেছিল। তবে সে উইকেটে আরেকটু সময় থাকতে পারলে দলের ইনিংস আরো বড় হতো। তার এই সেঞ্চুরি দেখে তরুণ খেলোয়াড়রা সামনের ম্যাচে ভালো খেলার প্রেরণা পাবে।’